ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠল এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানা পরিচালিত ওই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের তদন্ত শুরু করেছেন কারখানা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ওই শিক্ষককে একটি হিন্দি মাধ্যম স্কুলের বালক বিভাগে বদলি করা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, চিত্তরঞ্জনের দেশবন্ধু বালিকা বিদ্যালয়ের ওই অভিযুক্ত শিক্ষক পদার্থবিজ্ঞানের পরীক্ষাগারে বেশ কয়েক দিন ধরে একাধিক ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। শুক্রবার স্কুল চলাকালীন তিনি ফের এক ছাত্রীর সঙ্গে পরীক্ষাগারের মধ্যেই খারাপ ব্যবহার করেন। এরপরই ওই ছাত্রী স্কুলের ভিতরে কান্নাকাটি জুড়ে দেয়। স্কুলের প্রধানশিক্ষিকা নিদ্রা ভট্টচার্যের কাছে মৌখিক অভিযোগও জানায় সে। এরপরেই স্কুলের আরও ছ’জন ছাত্রী প্রধানশিক্ষিকার কাছে একই অভিযোগ করে।
দ্রুত ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। পরের দিন ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে নিয়ে চিত্তরঞ্জন কারখানার স্টাফ কাউন্সিল সদস্য নেপাল চক্রবর্তী প্রধানশিক্ষিকার সঙ্গে দেখা করেন। তাঁর নেতৃত্বে অভিভাবকেরা লিখিত অভিযোগ জমা দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এরপরে প্রধানশিক্ষিকা স্কুল পরিচালক এ কে নায়কের কাছে পুরো বিষয়টি লিখিতভাবে জানান। চিত্তরঞ্জন রেল কারখানার জনসংযোগ আধিকারিক মন্তার সিংহ জানান, ওইশিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পরেই কারখানা কর্তৃপক্ষ বিভাগীয় তদন্ত শুরু করেছেন। মন্তারবাবু বলেন, “ওই শিক্ষককে একটি হিন্দি মাধ্যম বিদ্যালয়ের বালক বিভাগে বদলি করে দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ দিকে ওই শিক্ষককে চাকরি থেকে অপসারণ ও রেলশহর থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন অভিভাবকেরা। তাঁদের আরও অভিযোগ, যে ছাত্রীরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্কুল ও কারখানা কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছে, তাদের নানা ভাবে ওই শিক্ষক হুমকি দিচ্ছেন। অভিযুক্ত শিক্ষকের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। |