ক্লাবের ৫৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিবাজী সঙ্ঘের প্রয়াত ফুটবলার মঙ্গলা মাণ্ডির পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন ক্লাবের সম্পাদক জয়ন্ত দে। এলাকার দুঃস্থ ক্রীড়াপ্রেমী পিন্টু পালকেও আর্থিক সাহায্য তুলে দেন ক্লাবেরই ক্রীড়া সম্পাদক পূর্ণেন্দু মন্ডল। অন্যদিকে, নিজেদের ১২ জন সেরা জেলা ও রাজ্য পর্যায়ের অ্যাথলিটকে সম্বর্ধনা দেয় কল্যাণ স্মৃতি সঙ্ঘ। |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ক্রিকেটে জিতল হরিপুর সিসি। আসানসোল স্টেডিয়ামে তারা অশোক সঙ্ঘকে ৫২ রানে হারায়। প্রথমে ব্যাট করে হরিপুর ৭ উইকেটে ১৪৫ করেন। অশোক সঙ্ঘ ৯৩ রানে গুটিয়ে যায়। |
প্রথম ডিভিশন ক্রিকেটের শেষ ম্যাচে বিবেকানন্দ সঙ্ঘ ৩২৭ রানে হারাল বংপুর চেতনাকে। বিবেকানন্দ ৪০ ওভারে ৬ উইকেটে ৩৮৭ রান করে। |