গত ২ মে ছিল সত্যজিৎ রায়ের ৯৩তম
জন্মদিন। ছোটবেলায় তিনি কোন স্কুলে পড়তেন
জানো? বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল।
১. ‘শতরঞ্জ কে খিলাড়ি’ ছবিতে আমজাদ খান কোন নবাবের চরিত্রে অভিনয় করেন? ২. জাতিস্মর মুকুলের পদবি কী? ৩. ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবিতে কোন দেশের লোকেরা প্রথম দিকে কথা বলতে পারত না? ৪. ‘জয় বাবা ফেলুনাথ’-এ ক্যাপ্টেন স্পার্ক-এর খুদে ভক্তটির নাম কী?
গত সপ্তাহের উত্তর
১. ওয়াজিদ আলি শাহ
২. ধর
৩. শুণ্ডী
৪. রুকু
বর্ণচোরা
নীচের শব্দগুলির প্রত্যেকটির একটি বর্ণ লুপ্ত।
লাগসই বর্ণ যোগ করে শব্দ পূর্ণ করতে হবে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.