টুকরো খবর |
জেল-পালানো বন্দি ধরা পড়ল
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
চব্বিশ ঘন্টার মধ্যেই ফের পুলিশের জালে ধরা পড়ল জেল পালানো বন্দি। তমলুক সংশোধনাগারের ২৫ফুট উঁচু পাঁচিল টপকে পালানো বিচারাধীন বন্দি পঞ্চানন ঘোড়ই। কাঁথি থানার পুলিশ খবর পায় শুক্রবার গভীর রাতে পঞ্চানন কাঁথির মাজনা গ্রামে তার মামার বাড়িতে এসে উঠেছে। এরপরই শনিবার ভোরে পুলিশ মামার বাড়ি থেকে পঞ্চাননকে গ্রেফতার করে। কাঁথির আইসি সোমনাথ দত্ত জানিয়েছেন, শনিবারই ধৃত পঞ্চাননকে তমলুক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ তমলুক সংশোধনাগারেরে পাঁচিল টপকে পালায় পঞ্চানন। নাবালিকা ধর্ষণে অভিযুক্ত পঞ্চাননকে গত ২৪ এপ্রিল বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
|
তলিয়ে মৃত দুই ভাই |
স্নান করতে নেমে পুকুরের জলে তলিয়ে মৃত্যু হল দুই ভাইয়ের। শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের ডেবরার মোকারিমপুরে ঘটনাটি ঘটে। মৃত দুই ভাইয়ের নাম সন্তু শাসমল (১২) ও সোনু শাসমল (৮)। সন্তু সপ্তম শ্রেণির ও সোনু তৃতীয় শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে দুই ভাই স্থানীয় একটি পুকুরে স্নান করতে নেমে আচমকাই জলে তলিয়ে যায়। পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। |
|