স্কুল-কর্তৃপক্ষের বিরুদ্ধে স্কুল লাগোয়া জমিতে ‘আবর্জনা’ ফেলার অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। আর শনিবার দুপুরে তা নিয়ে বচসার জেরে উত্তেজনা ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে ভবানীপুরের যোগেশ মিত্র রোডের একটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে। অভিযোগ, বাসিন্দারা গালিগালাজ করেন অভিভাবকদেরও। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। স্কুলের তরফে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। প্রধান শিক্ষিকা গার্গী মুখোপাধ্যায় জানান, সরকারি তরফে তাঁদের কয়েক কাঠা জমি দেওয়া হয়েছিল। তার পাশে কিছু বাড়ি আছে। অভিযোগ, ওই জমিতে স্কুলের কর্মীরা কোনও কাজ করতে গেলে এলাকাবাসীরা ঝামেলা করেন। গার্গীদেবী বলেন, “স্কুলে মেরামতির সময়ে ইট-সুরকির স্তূপ জমেছিল। পড়ুয়াদের খেলার সুবিধার্থে জমির একপাশে কিছুটা অসমান জায়গা সমান করতে স্কুলেরই এক কর্মী সেখানে ওই ইট-সুরকি ফেলতে যান। তখনই আবর্জনা ফেলার অভিযোগ তুলে স্থানীয় কিছু বাসিন্দা গালিগালাজ করেন তাঁকে।” যদিও ‘আবর্জনা’ ফেলতে বাধা দেওয়ার কথা মেনে নিলেও, জমিতে উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয়রা।
|
হাতির হামলায় মারা গেলেন এক মহিলা। শুক্রবার রাতে মালবাজারের মিনগ্লাস চা বাগানের ৮নং সেকশন এলাকায় ঘটনাটি ঘটে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম হীরামনি মুন্ডা (৫০)। বাড়ি বাগানের দাউদ লাইনে। রাতে বাড়িতে ফেরার পথে তিনি বুনো হাতির সামনে পড়ে যান। তখনই বুনোটি তাঁকে শুঁড়ে তুলে আছড়ে মারে।
|
দাসপুরের সীতাকুণ্ডুতে শিলাবতী নদী থেকে শনিবার ফুট পাঁচেকের একটি ডলফিন (গাঙ্গেয় শুশুক) উদ্ধার করে কোলাঘাটে রূপনারায়ণে ছেড়ে দিলেন বন দফতরের কর্মীরা। প্রথমে ঘাটালের ভাঙাদহ এলাকায় শিলাবতীতে ডলফিনটি দেখা যায়।
|
শিবসাগরে মিলল একটি চিতাবাঘের দেহ। ঘটনাটি ঘটেছে নিমনাগড় এলাকার সেরিপুরে। পুলিশ জানায়, সম্ভবত গত রাতে চিতাবাঘটিকে ধারাল অস্ত্রের কোপে হত্যা করা হয়েছিল। পরে তার দেহ রাস্তার পাশে ফেলে যাওয়া হয়েছে। পুলিশ ও বন দফতর ঘটনার তদন্তে নেমেছে। |