এটা রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির একশো বছর। অথচ মোচ্ছব কই? বাঙালির তো এ মহা লগনে হেসেকেঁদে বুকে বেঁধে হাল্লাক হওয়া উচিত। তবে কি মেডেল চুরি গেছে বলে লজ্জা? সার্ধশতবর্ষের উদ্দাম হানটানের পর পাণ্ডারা কিঞ্চিৎ দমছুট? আইপিএল ও চিট ফান্ডের ইয়া হুড়ুদ্দুম ভেদ করে সরু হাই-পিচ ‘আজি হতে শতবর্ষ পরে’ পশিছে না? অবশ্য নো পরোয়া। ঠাকুরের কোনও না কোনও পদ্য/ চিঠি/ বাজারের ফর্দের একশো বছর লেগেই থাকবে। তখন পুষিয়ে নিলেই হল! |