টুকরো খবর |
মেয়েদের সুরক্ষায় মদ্যপানে নয়া বিধি
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
দেশ জুড়ে একের পর এক ধর্ষণ-শ্লীলতাহানির ঘটনায়, মেয়েদের ক্লাব-পাব-বার যাওয়ার উপর নয়া ‘নিরাপত্তা-বিধি’ জারি করেছে অন্ধ্র সরকার। তারা জানিয়েছে, রাত ১০টার পর কোনও মহিলা ক্লাব, পাব কিংবা বারে থাকতে পারবেন না। সেই মর্মে নির্দেশিকা দেওয়া হয়েছে ওই জায়গাগুলিতে। জানানো হয়েছে, দশটা বেজে গেলেই মহিলাদের বের করে দিতে হবে। নিয়ম না মানলে বারগুলির লাইসেন্স বাতিল করা হবে। এখানেই শেষ নয়। ২১ বছর না হলে কোনও মহিলা মদ্যপান করতে পারবেন না, যদিও গোটা দেশে আইন অনুযায়ী ১৮ পেরোলেই কোনও ব্যক্তি মদ খেতে পারেন। পুলিশের এক বড়কর্তার বক্তব্য, মাঝেমধ্যেই দেখা যায়, মহিলারা মাতাল হয়ে বার থেকে বেরিয়ে অটো চালকদের সঙ্গে ঝগড়া করছেন। সে সবের জন্যই নয়া নির্দেশিকা। যদিও একই কাজ তো বহু পুরুষও করেন। তাঁদের ক্ষেত্রে এ নিয়ম কেন প্রযোজ্য হবে না, সে উত্তর মেলেনি।
|
আজ কর্নাটকে ভোট
নিজস্ব সংবাদদাতা • বেঙ্গালুরু |
আজ, রবিবার কর্নাটকে বিধানসভা নির্বাচন। প্রচণ্ড গরমের কারণে নির্বাচন কমিশন ভোটের সময় ১ ঘণ্টা বাড়িয়ে দেওয়ায় সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ভোট দেওয়া দেওয়া যাবে। এ বারের নির্বাচনে প্রার্থীর সংখ্যা ৩ হাজার। গত কয়েক দিন ধরেই রাহুল গাঁধী, সনিয়া গাঁধী, নরেন্দ্র মোদীর মতো হেভিওয়েট নেতাদের তরজা পাল্টা তরজায় আসর জমে উঠেছিল। প্রথম থেকেই নিজেদের গদি বাঁচাতে মরিয়া বিজেপি। কারণ দক্ষিণ ভারতে কর্নাকই প্রথম রাজ্য যা বিজেপির দখলে এসেছে। কিন্তু যে লিঙ্গায়েত ভোটব্যাঙ্ককে হাতিয়ার করে বিজেপি ক্ষমতায় এসেছিল, ইয়েদুরাপ্পা পদত্যাগ করায় তারাও এখন বিরুদ্ধে। তার উপর গত পাঁচ বছরে তিন বার মুখ্যমন্ত্রী বদল, দলের মধ্যে অন্তঃকলহে বীতশ্রদ্ধ রাজ্যের মানুষ। তারা চাইছে একটা সুস্থির সরকার। প্রচারে রাহুল-সনিয়ার হাতিয়ারও ছিল তাই। পাল্টা প্রচারে মোদীকে ময়দানে নামিয়ে ভোটের মুখ কেন্দ্রের দিকে ঘোরানোরও চেষ্টা চালিয়েছে বিজেপি। কিন্তু এ বারের ভোটে কংগ্রেস না বিজেপি আদৌ কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে, নাকি লিঙ্গায়েত প্রধান ইয়েদুরাপ্পা বা জেডিএ প্রধান কুমারস্বামী রাজ্যের ভাগ্য নির্ধারক হবেন সেটাই দেখার।
|
দুই দুর্ঘটনায় অসমে মৃত ৬
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দু’টি পৃথক দুর্ঘটনায় ছ’জনের মৃত্যু হয়েছে। প্রথম ঘটনাটি ঘটে আজ সকালে উদালগুড়ি জেলার রৌতায়। পুলিশ জানায়, উত্তরপ্রদেশ থেকে কামাখ্যা দর্শনে আসা একদল পর্যটক গাড়িতে গুয়াহাটির দিকে আসছিলেন। পথে অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পর্যটক দলটিতে থাকা যথার্থ পাণ্ডে (৩), মায়াঙ্ক পাণ্ডে (১১) নামে দুই শিশু ও শুভনারায়ণ দুবে (৫২) নামে এক ব্যক্তি মারা যান। জখম হন ৮ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্বিতীয় ঘটনাটি ঘটে কামরূপের বকোয়। পুলিশ জানায়, চিচাপিঠ এলাকায় প্রহরাবিহীন লেভেল ক্রসিং-এ একটি মালবাহী ছোট ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই, গাড়িতে থাকা আইনাল আলি, সানা ও খইবর আলি নামে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ দিকে, তিনসুকিয়া জেলার লিডোয় একটি অবৈধ কয়লাখনির ছাদ ধসে বেশ কয়েকজন শ্রমিক ভিতরে আটকে পড়েছেন। এখন অবধি একজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
|
ইম্ফলে গ্রেনেড বিস্ফোরণে জখম ৬
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বেকারির ভিতরে বিস্ফোরণে পাঁচ বাঙালি শ্রমিক জখম হলেন ৬ জন। ঘটনাটি ঘটেছে মণিপুরের ইম্ফলে। পুলিশ জানায়, গত রাতে পশ্চিম ইম্ফলের লামফেল এলাকার ওই বেকারি লক্ষ্য করে জঙ্গিরা গ্রেনেড ছোড়ে। ভাড়া ঘরে বেকারি ব্যবসা চালাতেন অসমের নগাঁও জেলার বাসিন্দা উত্তম ভৌমিক। এর আগে জঙ্গিরা বেশ কয়েকবার বহিরাগতদের মণিপুর ছাড়ার হুমকি দিয়েছে। তবে ভৌমিকরা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। গত রাতে কাজ চলাকালীনই বেকারির ভিতরে বিস্ফোরণ হয়। স্প্লিন্টারের ঘায়ে জখম হন শিব ভৌমিক, সোমেশ্বর ভৌমিক, শীতল ভৌমিক, রাখাল ভৌমিক, চিত্তরঞ্জন ভৌমিক ও মিদো নামে ছয় কর্মী। সকলেরই বাড়ি নগাঁও জেলার জখলাবান্ধা এলাকায়। এদের মধ্যে শীতল ও চিত্তরঞ্জনের আঘাত গুরুতর। অন্য দিকে, আজ সকালে থৌবাল এলাকায় পুঁতে রাখা একটি আইইডি উদ্ধার করেছে পুলিশ।
|
অ্যাসিড হানা, নতুন স্কেচ দুষ্কৃতীর
নিজস্ব সংবাদদাতা • বান্দ্রা |
বান্দ্রা স্টেশনে অ্যাসিড হানার ঘটনায় আহতের পরিবার অসহযোগিতা করছে বলে অভিযোগ করল মুম্বই পুলিশ। মুম্বইয়ের কোলাবা এলাকার একটি হাসপাতালে নার্সের চাকরি পেয়ে মুম্বইয়ে আসেন বছর পঁচিশের প্রীতি রাঠি। বৃহস্পতিবার বান্দ্রা স্টেশনে নামতেই এক অজ্ঞাতপরিচয় যুবকের অ্যাসিড হানার মুখে পড়েন তিনি। নষ্ট হয়ে গিয়েছে তাঁর ডান চোখ। মারাত্মক জখম শ্বাসনালী ও খাদ্যনালী। আহত হয়েছেন প্রীতির সঙ্গে থাকা তাঁর বাবা এবং কাকু কাকিমাও। সকলের বর্ণনা অনুযায়ী দুষ্কৃতীর একটি স্কেচ এঁকেছিল মুম্বই পুলিশ। শনিবার আরও একটি স্কেচ এঁকে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হল। সিসিটিভি ফুটেজে ধরা পড়া আততায়ীর ছবিটিও আরও স্পষ্ট করার চেষ্টা করছে পুলিশ। দিল্লিতে থাকার সময় প্রীতির পরিবারের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
|
প্রেমিকাকে ধর্ষণ
নিজস্ব সংবাদদাতা • গুন্টুর |
নিজের প্রেমিক ও তার এক বন্ধু মিলে তাঁকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করলেন প্রথম বর্ষের এক কলেজ ছাত্রী। অন্ধ্রপ্রদেশের গুন্টুরের ঘটনা। ১৯ বছরের তরুণীর অভিযোগ, কিছু দিন আগে তাঁর প্রেমিক তাঁকে ঘরে ডেকে সে ও তার এক বন্ধু মিলে তরুণীটিকে ধর্ষণ করে। ঘটনার ছবি মোবাইলে তুলেও রাখে। মেয়েটি জানান, সেই ঘটনার ছবি ও ভিডিও ইন্টারনেটে ফাঁস করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিল ওই যুবক ও তার তিন বন্ধু। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে।
|
ধর্ষণ করে খুন
নিজস্ব সংবাদদাতা • শাহদোল |
ফের ছ’বছরের একটি শিশুকে ধর্ষণ করে খুন করা হল মধ্যপ্রদেশের শাহদোল জেলায়। কিছু দিন আগেই ওই রাজ্যের একই জেলায় ন’বছরের একটি মেয়েকে গণধর্ষণ করা হয়। নাগপুরের হাসপাতালে ভর্তি সে। বাড়ির সামনে থেকেই ৬ বছরের শিশুটিকে অপহরণ করা হয়েছিল বলে মনে করছে পুলিশ। পরের দিন পুকুরের ধারে শিশুটির দেহ মেলে। শেষ বার শিশুটিকে তার কাকার সঙ্গে দেখা গিয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
|
ধৃত ভুয়ো পরীক্ষার্থী
নিজস্ব সংবাদদাতা • মুম্বই |
ভুয়ো পরীক্ষার্থীর সাহায্যে উত্তীর্ণ হয়েছিলেন ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষায়। বি.টেক ডিগ্রি নিয়ে পেয়ে গিয়েছিলেন চাকরিও। শেষ রক্ষা হল না। মুম্বইয়ের দুর্নীতি দমন শাখা সামনে আনল সবই। চাকরি হারালেন ‘নার্সি মঞ্জি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ’-এর ২২ জন বি. টেক ডিগ্রিধারী প্রাক্তন ছাত্রছাত্রী। ধৃত ছ’জন ভুয়ো পরীক্ষার্থীও।
|
অসুস্থ শাহনওয়াজ
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বিজেপি-র জাতীয় মুখপাত্র তথা ভাগলপুরের সাংসদ শাহনওয়াজ হুসেন বুকে ব্যাথা নিয়ে কাল রাতে পটনার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আপাতত তিনি ভাল আছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ দিন সকালে তাঁর শরীরের ব্যাপারে খোঁজ নিয়েছেন রাজনাথ সিংহ এবং নরেন্দ্র মোদী।
|
সারদা গোষ্ঠীর অফিস সিল
নিজস্ব সংবাদদাতা • কেন্দ্রপড়া (ওড়িশা) |
ওড়িশার বালেশ্বরে সারদা গোষ্ঠীর অফিস সিল করে দিল পুলিশ। অন্যদিকে কার্যালয় বন্ধ করে পালিয়েছে অন্য একটি লগ্নি সংস্থার শীর্ষ কর্তারা। ওড়িশার জগৎসিংহপুর জেলার কেন্দ্রপড়ায় এই ঘটনা হয়েছে। আমানতকারীদের কাছ থেকে প্রায় চার কোটি টাকা তুলেছিল সংস্থাটি। শনিবার সকালে গিয়ে আমানতকারীরা দেখেন অফিসের দরজায় তালা ঝোলানো। কর্তারাও বেপাত্তা। তাঁদের মোবাইলও বন্ধ।
|
অর্মত্যের মত
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
খাদ্য সুরক্ষা বিল পাশ না করাতে পারা কেন্দ্রের বড় ব্যর্থতা। শনিবার এশীয় উন্নয়ন ব্যাঙ্কের বাৎসরিক সম্মেলনে এই মন্তব্য করেছেন অর্মত্য সেন। নানা বিষয় নিয়ে সংসদের অধিবেশনে বার বার ব্যাঘাত ঘটাচ্ছে বিরোধী দলগুলি। ফলে, এখনও খাদ্য সুরক্ষা বিল পাশ করাতে পারেনি সরকার। অর্মত্যবাবুর মতে, বিষয়টি দুর্ভাগ্যজনক।
|
জীবন সুরক্ষার ২ কর্তা গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বেসরকারি লগ্নিকারী সংস্থা ‘জীবন সুরক্ষা’-র দুই কর্তাকে গ্রেফতার করেছে সিআইডি। গত রাতে লামডিং থেকে গ্রেফতার করা হয়েছে যুগলকিশোর ঝা ও পবন মালাকার নামে ওই দুই ব্যক্তি। তবে সংস্থার মূল পাণ্ডা উত্তম দাসও এখনও অধরাই। |
|