কেন্দ্রীয় সরকারের সওয়াল সত্ত্বেও ভারতের রেটিং বাড়ানোর দাবি উড়িয়ে দিল মূল্যায়ন সংস্থা এস অ্যান্ড পি। এখানে এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (এ ডি বি)-এর আলোচনাচক্রে এস অ্যান্ড পি-র আন্তর্জাতিক মূল্যায়ন সংক্রান্ত ম্যানেজিং ডিরেক্টর ইলিনা ওকোরোচেনকো এ কথা জানিয়ে বলেন, “বড়জোর রেটিং উন্নত করার সম্ভাবনার কথা বিবেচনা করা যেতে পারে।” এই মুহূর্তে ভারতের জন্য এস অ্যান্ড পি-র রেটিং ‘বিবিবি মাইনাস’। লগ্নি টানার দিক থেকে যা সবচেয়ে নীচে। তবে আর্থিক সংস্কারে সাফল্যের খতিয়ান দিয়ে রেটিং বাড়ানোর দাবি তুলেছে ভারত। অর্থনীতি বিষয়ক সচিব অরবিন্দ মায়ারামের সঙ্গে এস অ্যান্ড পি প্রতিনিধির সাম্প্রতিক বৈঠকের পর ভারত রেটিং বাড়ার পক্ষে কিছুটা আশাবাদীই ছিল। কিন্তু এ দিন তাতে জল ঢেলে দেন ইলিনা। এডিবি-র বৈঠকে এ দিন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেন, দেশ-বিদেশ থেকে লগ্নি টানায় ভারতের আকর্ষণ বাড়াতে উদ্যোগী তাঁরা।
|
‘অনলাইন’ ব্যবস্থায় লিঙ্ক স্বাভাবিক থাকা এবং কম্পিউটারে তথ্য জড়ো করার কাজে (ডেটা এন্ট্রি) কর্মিসংখ্যা বাড়ানো নিয়ে শুল্ক দফতরের আশ্বাসে আজ, রবিবার থেকে কর্মবিরতি প্রত্যাহার করছেন পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং এজেন্টরা। তবে, কর্মবিরতি উঠলেও ওই বন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে সীমান্ত-বাণিজ্য স্বাভাবিক হচ্ছে না। কারণ, পেট্রাপোল বন্দর সূত্রে খবর, বাংলাদেশের বেনাপোল বন্দরে শ্রমিকদের সঙ্গে সমস্যার জেরে এ দিন কর্মবিরতির ডাক দিয়েছেন সে দেশের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টরা।২০১১ সালে পেট্রাপোল বন্দরে রফতানি সংক্রান্ত কাজে ‘অনলাইন’ ব্যবস্থা চালু হয়। কিন্তু মার্চ মাস থেকে প্রায়ই ওই ব্যবস্থায় লিঙ্ক না থাকায় ব্যবসায়ীরা প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এই অভিযোগ তুলে মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করেন ক্লিয়ারিং এজেন্টরা। কর্মবিরতির জেরে শনিবার পর্যন্ত বন্ধ ছিল রফতানি। শুল্ক দফতর সূত্রে খবর, এর ফলে প্রায় ৫০ কোটি টাকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে।
|
নতুন ফোন আনল নোকিয়া। সংস্থার দাবি ভারতের বাজারে সবচেয়ে কম দামি রঙিন স্ক্রিনের ফোন এই নোকিয়া ১০৫। সংশ্লিষ্ট সূত্রের খবর, স্মার্ট ফোনের ক্ষেত্রে পিছিয়ে পড়ে কম দামি ফোনের বাজারে নিজেদের উপস্থিতি জোরালো করতে আগ্রহী সংস্থা। |