পেশোয়ার হাইকোর্টের রায়ের বিরোধিতায় মে’র সাধারণ নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিল প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের দল, ‘অল পাকিস্তান মুসলিম লিগ (এপিএমএল)।’ শুক্রবার এ কথা ঘোষণা করলেন এপিএমএল-এর মুখপাত্র মহম্মদ আমজাদ। হাইকোর্টের রায়ের প্রতিবাদে দলের প্রায় ১৭০ জন নির্বাচন প্রার্থী তাঁদের নাম প্রত্যাহার করে নিয়েছেন বলেও জানালেন আমজাদ। দীর্ঘ স্বেচ্ছানির্বাসন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন মুশারফ। মে’র সাধারণ নির্বাচন উপলক্ষে মোট চারটি নির্বাচন কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বাতিল হয়ে যায় সবকটিই। কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় পেশোয়ার হাইকোর্টের দ্বারস্থ হন মুশারফ। সেই মামলাতেই গত মঙ্গলবার হাইকোর্ট রায় দেয় ভবিষ্যতে জাতীয় এবং প্রাদেশিক আইনসভার কোনও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি।
|
দাবানলের জেরে ঘর হারাতে বসেছেন ব্রিটনি স্পিয়ার্স-সহ ম্যালেবু’র প্রায় পনেরো হাজার বাসিন্দা। ১৮ ঘণ্টার চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীণর্র্ বনাঞ্চল পেরিয়ে আশপাশের ৪৩ বর্গ মাইল এলাকায় ক্রমশ ছড়িয়ে পড়ছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ম্যালেবু, লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলি। বন্ধ স্থানীয় স্কুল-কলেজ। বসত বাড়ি ছেড়ে যত শিগগিরি সম্ভব অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয়দের। |