আপনার আজকের দিনটি |
|
 |
মেষ: মানসিক শক্তির সদ্ব্যবহারে শত্রুমুক্তি এবং আপাতত স্বস্তি। কোনও বন্ধুর অনৈতিক আচরণে ক্লেশ। প্রেমপ্রণয়ে জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা। |
|
 |
 |
বৃষ: সময়োচিত সিদ্ধান্তে কর্মক্ষেত্রে সমস্যার সমাধান। অতিক্রোধ কার্যোদ্ধারের বাধা হয়ে দাঁড়াতে পারে। কোনও বিষয়ে গোপনতার জেরে দাম্পত্যে জটিলতা বৃদ্ধির আশঙ্কা। |
|
 |
 |
মিথুন: ব্যবসায় হঠাৎ ব্যাপক লোকসানের আশঙ্কা। উদাসীনতা বা অসতর্কতার শুভ যোগ হাতছাড়া হতে পারে। চারুকলার অনুশীলনে ব্যুৎপত্তি। |
|
 |
 |
কর্কট: কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি ও ভিন্ রাজ্যে যাওয়ার সুযোগ। পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে কাজকর্মে বাধা। সবান্ধব নিকটভ্রমণ। |
|
 |
 |
সিংহ: আকস্মিক বাধায় কাজ পণ্ড হয়ে যেতে পারে। বিকল্প পন্থায় বাড়তি উপার্জনের সম্ভাবনা। প্রিয়জনের বিয়ে নিয়ে সফল আলাপ-আলোচনা। |
|
 |
 |
কন্যা: বাধা কাটিয়ে কর্মোন্নতির ইঙ্গিত। স্বজনবিরোধ আদালতে গড়ানোয় ক্লেশ। পিতৃস্থানীয় কারও সহায়তায় বিপন্মুক্তি। |
|
 |
 |
তুলা: অতিরিক্ত পরিশ্রম শরীর ও মনের কাছ থেকে মাসুল তুলে নিতে পারে। সম্পত্তি ক্রয়ের পরিকল্পনায় বাধা। হারানো অর্থ বা সামগ্রী পুনরুদ্ধার। |
|
 |
 |
বৃশ্চিক: কর্মসূত্রে বিদেশযাত্রার অপ্রত্যাশিত সুযোগ। সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ। অন্যের উপকার করে স্বীকৃতি না-পাওয়ায় হতাশা। |
|
 |
 |
ধনু: ব্যবসায় হঠাৎ মন্দায় উদ্বেগ বাড়বে। স্বজনদের দুঃসময়ে পাশে দাঁড়াতে না-পারায় আত্মগ্লানি। আধ্যাত্মিক উন্নতির জন্য তীর্থভ্রমণের পরিকল্পনা। |
|
 |
 |
মকর: একাগ্রতার অভাবে বা অন্যমনস্কতায় বিচ্যুতির জেরে কর্মস্থলে জটিলতার আশঙ্কা। হঠকারী সিদ্ধান্তের খেসারত দিতে হতে পারে। শেয়ার বা ফাটকা সূত্রে প্রাপ্তিযোগ। |
|
 |
 |
কুম্ভ: দেরিতে হলেও সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতি। সামাজিক ক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ করে প্রশংসা না-ও জুটতে পারে। প্রেমপ্রণয়ে আকস্মিক বাধায় অবসাদ। |
|
 |
 |
মীন: কর্মপ্রতিষ্ঠানের আর্থিক দুর্বলতায় চিন্তা বাড়বে। বিকল্প কর্মসংস্থানের চেষ্টা সফল না-ও হতে পারে। অনিদ্রাজনিত সমস্যায় কাজে ব্যাঘাত। |
|
|