চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ গম্ভীর-যুবরাজ |
চলতি মরসুমের খারাপ ফর্ম আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের ভারতীয় দল থেকে ছিটকে দিল যুবরাজ সিংহকে। বাদ পড়েছেন অশোক দিন্দা, মনোজ তিওয়ারিও। তবে আশ্চর্যজনক ভাবে দল থেকে বাদ পড়েছেন নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর। চলতি আইপিএলে তিনটি অর্ধশতরান আছে দিল্লির এই ওপেনারের। অথচ দলে ডাক পেয়েছেন চূড়ান্ত অফফর্মে থাকা চেন্নাই সুপার কিংসের ওপেনার মুরলী বিজয়। গম্ভীরকে টপকে দলে তাঁর অন্তর্ভুক্তির পিছনে বোর্ড সভাপতির ‘আশির্বাদী হাত’ রয়েছে কিনা প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞ মহল। অন্য দিকে আইপিএলে ভাল ফর্মের পুরস্কার পেলেন দীনেশ কার্তিক, অমিত মিশ্র, ইরফান পাঠানরা। দলে ডাক পেয়েছেন টেস্ট ক্রিকেটে চমকপ্রদ অভিষেক ঘটানো শিখর ধবনও।
পুরো দল: মহেন্দ্র সিংহ ধোনি(অধিনায়ক/উইকেটরক্ষক), শিখর ধবন, বিরাট কোহলি, সুরেশ রায়না, দীনেশ কার্তিক, মুরলী বিজয়, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইরফান পাঠান, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, অমিত মিশ্র, বিনয় কুমার
|
সারদা কাণ্ড: দল থেকে বহিষ্কৃত প্রাক্তন অর্থমন্ত্রীর আপ্ত সহায়ক |
সারদা-কাণ্ডে নাম জড়ানোয় রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তের আপ্ত সহায়ক গণেশ দে-কে বহিষ্কার করল সিপিএম। এ বিষয়ে গত বুধবার তাঁকে জেরা করে বিধাননগর কমিশনারেট। গণেশবাবু উত্তর ২৪ পরগনার খড়দহের সিপিএম-এর পুরনো সদস্য। আর্থিক কেলেঙ্কারির সঙ্গে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় দলের ভাবমূর্তির উপর প্রভাব পড়তে পারে এই আশঙ্কায় তড়িঘড়ি গণেশবাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক শিবির। এ দিকে, খড়দহের সিপিএম-এর তরফে অভিযোগ, সারদা গ্রুপের সঙ্গে জড়িত থাকার বিষয়টি দলকে জানাননি গণেশবাবু, ব্যক্তিগত উদ্যোগেই তিনি আর্থিক লেনদেনে যুক্ত ছিলেন। আরও তথ্যের জন্য তাঁকে দফায় দফায় জেরা করছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে গ্রেফতার করা হতে পারে প্রাক্তন অর্থমন্ত্রীর এই আপ্ত সহায়ককে।
|
বসিরহাটে রেললাইনে ঝাঁপ কিশোর-কিশোরীর |
বসিরহাটে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক কিশোর-কিশোরী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেক ক্ষণ ধরে ওই দু’জনকে স্টেশন সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। ট্রেন ঢোকার মুহূর্তে রিন্টি আচার্য ও সমীর মণ্ডল নামে ওই কিশোর-কিশোরী লাইনে ঝাঁপ দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। রেল পুলিশ এসে দেহ দু’টিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খবর দেওয়া হয়েছে তাঁদের পরিবাররকে। প্রণয়ঘটিত সম্পর্কের জেরে এই আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের।
|