বিনোদন নাটকে বন্দিদের ‘আত্মশুদ্ধি’র
দিশা দেখাল স্কুল-পড়ুয়ারা

নাটক দেখে ‘আত্মশুদ্ধি’। আসানসোল বিশেষ সংশোধনাগারের (বিশেষ কারা) বন্দিদের মূলস্রোতে ফেরাতে ছ’টি নাটক উপস্থাপনা করলেন পড়ুয়ারা। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) সুরেশ চাডিয়া জানান, স্থানীয় সেন্ট ভিনসেন্ট স্কুলের অধ্যক্ষ তাঁর কাছে সংশোধনাগারে ‘আত্মশুদ্ধি’ বিষয়ক নাটক মঞ্চস্থ করার প্রস্তাব পাঠিয়েছিলেন। ওই স্কুল কর্তৃপক্ষই আরও ছ’টি বিদ্যালয়ের সঙ্গে পৃথক ভাবে নাটক করানোর ব্যবস্থা করেন। ওই পরিচালন কমিটিতে কমিশনার, জেলসুপার, এডিসিপি এবং স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধিরা আছেন।
খারাপ সঙ্গে পড়ে গিয়ে আফিম পাচারে জড়িয়ে পড়ে এক যুবক। জেলেও যায়। তার পরে জেলের রক্ষী ও তার নিজের পরিবারের সঙ্গ পেয়ে সঠিক পথে ফিরে আসে সেই বেপথ যুবক। এটাই ছিল ‘আত্মশুদ্ধি’ নাটকের বিষয়। উপস্থাপনা করেন সেন্ট ভিনসেন্ট স্কুলের পড়ুয়ারা। লিখেএছেন ওই স্কুলেরই একটু উঁচু ক্লাসের পড়ুয়ারা। দ্বাদশ শ্রেণির পড়ুয়া ময়াঙ্ক কুমার আর আনজার খান। এ দিনের অনুষ্ঠানের পর বেশ খুশি দেখাল তাদের। স্কুলের শিক্ষিকা সোনালী মুখোপাধ্যায় জানান, অধ্যক্ষ ভিক্টর রবি বন্দীদের জন্য ‘মুক্তিধারা’ নামে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেন। সেই মতোই সাতটি স্কুল ওই থিমের উপর নাটক মঞ্চস্থ করার ব্যবস্থা করেন।

সংশোধনাগার থেকে নাটক করে বেরোচ্ছে পড়ুয়ারা। —নিজস্ব চিত্র।
সেন্ট জুডস স্কুলের শিক্ষক প্রদীপকুমার মণ্ডলের নাটকের নাম ‘মুক্তিধারা’। এই গল্পটাও আগের মতোই। একজন ভাল মানুষ পরিস্থিতির চাপে অসৎ ব্যবসায়ে জড়িয়ে পড়ে জেলে যায়। বোধোদয় হলে আবার সে সুস্থ জীবনে ফিরে আসে। বার্নপুর রিভারসাইড স্কুলের শিক্ষিকা দেবযানী রায় ও শিক্ষক প্রসেনজিৎ দাস ফরাসি নাটক ‘বিশপ ক্যান্ডেল স্টিক’ থেকে অনুপ্রাণিত হয়ে নতুন নাটক ‘নবদিগন্ত’ লিখেছেন। পড়ুয়ারা অভিনয় করেছে ওই নাটকে। নাচে নজর কেড়েছেন ষষ্ঠ শ্রেণির পড়ুয়া সায়ন মুখোপাধ্যায়। তার বাবা সেল আইএসপির কর্মী দিলীপ মুখোপাধ্যায় বলেন, “মুক্তিধারার ভাবনাটি প্রথম রবি ঠাকুরের লেখাতেই পড়েছি। এখন জেলখানায় বন্দীদের বিনোদন এবং পরিবর্তনের জন্য নতুন এই প্রয়াস খুবই ভাল লাগছে। জেল না বলে যখন ‘সংশোধনাগার’ই বলা হচ্ছে, তখন এমন অনুষ্ঠান বন্দীদের জন্য মাঝেমধ্যেই হওয়া উচিত। উখড়া এজি চার্চ স্কুলের পড়ুয়ারা তাদের শিক্ষিকা তুলিকা মিত্রের লেখা নাটক পরিবেশন করেছে। গৌতম বুদ্ধের কথা শুনে খুনের আসামীদের বোধোদয় হয়। ‘আগুনের পরশমনি’ গানটির ছোঁয়ায় বদলে যায় জীবন দর্শন। এই নাটকে অভিনয় করেছে নবম শ্রেণির ছাত্রী সুমেধা চক্রবর্তী। তার কথায়, “ বন্দীদের কোনও কাজে লাগলে খুব খুশি হব।” একই ধরনের নাটক পরিবেশন করেছে লরেটো ও সেন্ট প্যাট্রিক্সের পড়ুয়ারাও।
জেল হাজতে বেশ কিছু দিন ধরে দিন কাটাচ্ছেন লরিচালক অরবিন্দ সিংহ, সানি ডোম ও বিজয় ডোম। তাঁদের কথায়, “খুব ভালো লাগল। তবে জেল থেকে বেরিয়ে কাজ পেলে খুশি হব।” তবে অন্য মত, খুনের মামলার আসামী দীনু বাউড়ির। বিধানসভা ভোটের আগে জামুড়িয়ায় তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক রবীন কাজিকে খুনের অভিযোগে জেল খাটছেন তিনি। তাঁর কথায়, “ছোটোদের জেল সম্পর্কে একটা ধারণা তৈরি হল ঠিকই। হয়তো এতে ছোটোদের জেল সম্পর্কে ভয়ও খানিকটা কাটল। কিন্তু আসামীরা মুলস্রোতে ফিরতে চাইলেই কি তা সব সময়ে সম্ভব হয়? সামজিক প্রতিবন্ধকতায় অনেক সময়ে ফেরা যায় না। আমার তো মনে হয়, বন্দিদের জন্য নয়, সমাজের বিভিন্ন স্তরের লোকের জন্য এমন নাটক পাড়ায় পাড়ায় হওয়া উচিত।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.