|
জুলফিকার |
রাজধানীর জমজমাট রাস্তায় খুন হয়ে গেলেন বেনজির ভুট্টো হত্যা মামলা এবং ২৬/১১ মুম্বই হামলায় পাকিস্তানের সরকারি কৌঁসুলি চৌধুরি জুলফিকার আলি। রোজকার মতো শুক্রবারও সকাল সাড়ে সাতটা নাগাদ গাড়ি নিয়ে আদালতের পথে রওনা দেন তিনি। গাড়ি চালাচ্ছিলেন নিজেই। সঙ্গে ছিলেন দেহরক্ষী। বাড়ি থেকে কিছু দূর যেতেই মোটরবাইক নিয়ে হাজির হয় দুই অজ্ঞাতপরিচয় আততায়ী। বাইক চালাতে চালাতেই চৌধুরির গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। ঝাঁঝরা হয়ে যায় গাড়িটা। প্রায় ৩০টি গুলি লেগেছিল গাড়িতে। এর মধ্যে ৯টি গুলি বিঁধেছে চৌধুরির দেহে। গাড়ি চালাচ্ছিলেন তিনিই। ফলে ঘটনার সঙ্গে সঙ্গেই বেসামাল হয়ে গাড়ি ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা এক মহিলাকে। মৃত্যু হয়েছে তাঁরও। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল চৌধুরিকে। সেখানে তাঁর মৃত্যু ঘোষণা করা হয়। দেহরক্ষীর গায়ে একটিই গুলি লেগেছিল।
আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
|
পাক ভোটের মুখে খুন হয়ে গেলেন আওয়ামি ন্যাশনাল পার্টি (এএনপি)-র এক নেতা ও তাঁর ছ’বছরের ছেলে। আসন্ন ভোটের প্রার্থী ওই নেতা। শুক্রবার দক্ষিণ করাচিতে সাদিক জামান খাট্টাক ও তাঁর ছেলেকে খুন করে অজ্ঞাতপরিচয় আততায়ী। দক্ষিণ করাচির বিলালে এক মসজিদে প্রার্থনা সেরে বেরোচ্ছিলেন সাদিক খাট্টাক ও তাঁর ছেলে। সে সময় মোটরবাইকে করে এসে, তাঁদের গুলি করে চলে যায় অজ্ঞাতপরিচয় এক আততায়ী। এ ঘটনায় আশপাশের আরও পাঁচ-ছ’জন লোক আহত হয়েছেন। খুনির খোঁজে তল্লাশি চলছে। কেউ গ্রেফতার হয়নি।
|
সুদানের দারফুর এলাকায় সোনার খনিতে দুর্ঘটনায় ১০০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। খনিতে আটক রয়েছেন এখনও আটক রয়েছেন অনেক শ্রমিক। তাঁদের রক্ষা করতে গিয়েছিল উদ্ধারকারী দল। কিন্তু মাটি ধসে পড়ায় ৯ জন উদ্ধারকারীও আটকে পড়েছেন খনিতে। সুদান সরকার জানিয়েছে, জেবেল আমির জেলায় ওই খনিটির সরকারি অনুমতি নেই। |