|
|
|
|
রাজ্যের রেল প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীর দ্বারস্থ অধীর |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
পশ্চিমবঙ্গের রেল প্রকল্পের কাজে অগ্রগতি আনতে ফের প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী।
বাজেটে বরাদ্দ অর্থের পাশাপাশি যাতে রাজ্যের প্রকল্পগুলিতে বাড়তি অর্থ এবং নতুন প্রকল্প পাওয়া যায় তার জন্য সক্রিয় হয়েছেন অধীর। সেই লক্ষ্যেই আজ তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। কাল বিষয়টি নিয়ে রেলমন্ত্রী পবন বনশলের সঙ্গেও তাঁর আলোচনা হওয়ার কথা রয়েছে।
অধীর শিবিরের বক্তব্য, ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য আরও
অর্থ বরাদ্দ করে কাজে গতি আনা ছাড়াও শিয়ালদহ ডিভিশনের মেন লাইনে নিত্যযাত্রীদের দুর্ভোগ
কমাতে সোদপুর স্টেশনে একটি লুপ লাইন নির্মাণের কথাও ভাবছে
পূর্ব রেলওয়ে। মন্ত্রকের বক্তব্য, দীর্ঘ দিনের দাবি মেনে সোদপুর লোকাল চালু হলে নিত্যযাত্রীদের যন্ত্রণা অনেকটাই কমবে। পাশাপাশি মেট্রো রেলের জন্য নতুন রেক বা যাত্রী পরিষেবা খাতে যাতে আরও বরাদ্দ বৃদ্ধি করা যায় তার জন্যও তৎপর হয়েছেন রেল প্রতিমন্ত্রী।
রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ বাহিনীর দীর্ঘ দিনের অভিযোগ, রেল পুলিশের ডিজি নির্বাচিত করা হয় আইএএস বা আইপিএস ক্যাডার থেকে। আধা সামরিক বাহিনী হওয়া সত্ত্বেও আরপিএফের কোনও শীর্ষ কর্তার ভাগ্যে সেই শিঁকে ছেড়ে না। অধীরের দাবি, “দীর্ঘ দিন ধরে অন্য ক্যাডার থেকে কোনও ব্যক্তিকে মাথায় চাপিয়ে দেওয়ায় রেল পুলিশ বাহিনীর মনোবলে চিড় ধরছে। তাই ওই নিয়ম বদলের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে।” পাশাপাশি রেল পুলিশকে আরও উপযুক্ত প্রশিক্ষণ এবং তাদের বসবাসের জন্য ব্যারাকগুলির পরিকাঠামো নির্মাণেও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন অধীর। |
|
|
|
|
|