সারদা কাণ্ডের জের |
ভাল করে খোঁজ না নিয়ে অনুষ্ঠানে যাচ্ছেন না পার্থ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সারদা কাণ্ডের পর তিনি খুব সতর্ক হয়ে গিয়েছেন এবং তার ফলে কোনও সংস্থার সম্পর্কে ভাল করে খোঁজখবর না নিয়ে তাদের অনুষ্ঠানে যাচ্ছেন না বলে জানালেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাজারহাটের শিখরপুরে একটি বেসরকারি স্কুলের শিলান্যাস অনুষ্ঠানে পার্থবাবু বলেন, “রাজারহাটে এই বেসরকারি স্কুলের শিলান্যাস অনুষ্ঠানে আসার আগে আমি এই জেলার জেলাশাসক থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতা এবং স্থানীয় থানার ওসির কাছে এই সংস্থার ব্যবসা সম্পর্কে খোঁজ নিয়েছি। এখন কোথাও ছবি তুলতে গেলেও যথেষ্ট সতর্ক থাকার মতো পরিস্থিতি হয়েছে।” |
|
একটি বেসরকারি স্কুলের শিলান্যাস অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র |
শিল্পমন্ত্রীর ব্যাখ্যা, আমন্ত্রণ পেলে কোনও শিল্প স্থাপন বা শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রীদের যোগ দেওয়াটাই রীতি। কিন্তু সব সময় যোগ দেওয়ার আগে সংশ্লিষ্ট সংস্থা সম্পর্কে খোঁজ নেওয়া সম্ভব হয় না। তবে সারদা গোষ্ঠীর নানা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতার উপস্থিতির ছবি দেখিয়ে যে ভাবে বিতর্ক তৈরি করা হচ্ছে, তাতে আর কোনও সংস্থা সম্পর্কে ভাল করে না জেনে তাদের অনুষ্ঠানে যাওয়া যাবে না।
এ দিন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও ছিলেন। তিনি জানান, সরকারি ও বেসরকারি দু’ ধরনের উদ্যোগেই এ রাজ্য শিক্ষায় উন্নতি করবে। দু’ বছরে এ রাজ্য শিক্ষার মানে সামনের সারিতে চলে এসেছে বলেও দাবি করেন ব্রাত্যবাবু। অনুষ্ঠানে দুই মন্ত্রী গিয়েছিলেন, সেটি রাজারহাটে কয়েক একর জমিতে তৈরি হবে। কর্তৃপক্ষের দাবি, বছরখানেকের মধ্যেই চালু হেবে স্কুল। এলাকার গরিব মানুষদের জন্য একটি নৈশ বিভাগ ও নিখরচায় পড়াশোনার ব্যবস্থা রাখার জন্য স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। |
|