টুকরো খবর |
প্রাক্তন সিপিএম বিধায়ক প্রয়াত
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রামের প্রাক্তন সিপিএম বিধায়ক রামচন্দ্র শতপথী’র (৮৩) জীবনাবসান হয়েছে। বুধবার গভীর রাতে ঝাড়গ্রাম শহরের জামদার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। রামচন্দ্রবাবুর আদি বাড়ি জামবনির দুবড়া গ্রামে। ষাটের দশকে প্রথমে সোস্যালিস্ট পার্টি করতেন তিনি। ১৯৬৬ তে সিপিএমে যোগ দিয়ে তিনি জোতদার বিরোধী কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন। প্রথম বামফ্রন্ট সরকারের আমলে ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত টানা পাঁচ বছর ঝাড়গ্রামের সিপিএম বিধায়ক ছিলেন তিনি। বিধায়ক থাকাকালীন ঝাড়গ্রাম ও জামবনি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য জামবনির চিল্কিগড়ে ডুলুং নদীর উপর কজওয়ে নির্মাণ। পরে রাজনীতি থেকে সন্ন্যাস নিলেও নানা ধরনের জনমুখি কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। শহরে রেল ক্রশিং-এ উড়ালপুল তৈরির দাবিতে প্রথম সোচ্চার হন তিনিই। ১৯৯৯ সালে তাঁর নেতৃত্বে গঠিত হয় একটি অ-রাজনৈতিক সংগঠন ‘ঝাড়গ্রাম নাগরিক মঞ্চ’। ঝাড়গ্রামে উড়ালপুল তৈরির দাবিতে জনমত সংগ্রহ করে প্রশাসনিক মহলে লাগাতার দরবার করে গিয়েছিল ঝাড়গ্রাম নাগরিক মঞ্চ। অবশেষে রাজ্যে তৃণমূলের সরকার আসার পর ২০১১ সালের অগস্টে ঝাড়গ্রামে উড়ালপুল তৈরির কাজ শুরু হয়। শেষ পর্যায়ে কিছু জটিলতার জন্য সম্প্রতি উড়ালপুলের কাজ থমকে গিয়েছে। এ নিয়ে আক্ষেপ করতেন তিনি। বৃহস্পতিবার বিকেলে দুবড়া গ্রামে তাঁর শেষকৃত্য হয়।
|
ফের ছিনতাই শিল্পশহরে
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
ফের লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল শিল্পশহরে। বৃহস্পতিবার দুপুরে হলদিয়ার দুর্গাচকের কলোনীবাজার এলাকায় ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার খঞ্জনচকের এক পরিবহণ সংস্থার মালিক এ দিন ট্রাক চালকদের টাকা দেওয়ার জন্য ওই এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ২ লক্ষ টাকা তোলেন। তিনি ব্যাঙ্ক থেকে বেরোতেই টাকা ছিনতাই হয়েছে বলে চিত্কার শুরু করেন। ওই পরিবহণ সংস্থার মালিক হরিনিবাস মিশ্র বলেন, “ব্যাঙ্ক থেকে বেরোনোর সময় প্যান্টের পকেটে ১ লক্ষ ও একটি ব্যাগে বাকি ১ লক্ষ টাকা ছিল। আমি বাইকে উঠতে গেলে রাস্তা দিয়ে এক বাইকে যাওয়া দুই দুষ্কৃতী ব্যাগ ছিনিয়ে মঞ্জুশ্রীর দিকে চলে যায়।” এর পরে তিনি দুর্গাচক থানায় লিখিত অভিযোগ করেন। প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই শিল্পশহরে চুরি, ছিনতাই ও খুনের ঘটনা ঘটে চলেছে। গত মাসের ২৪ এপ্রিল এই দুর্গাচক এলাকারই মঞ্জুশ্রী সংলগ্ন লিঙ্ক রোডে গুলি চালিয়ে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ তুলেছিল অন্য এক পরিবহণ সংস্থা। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কেউ ধরা পড়েনি। এ ছাড়াও দোলের দিনই দুর্গাচক থানার ঝিকুরখালি এলাকায় খুন হন এক ব্যক্তি। গত বছরের অগস্টে দুর্গাচকেরই এক পানশালায় গুলিবিদ্ধ হন এক যুবক। একের পর এক এমনই নানা ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, “আগের ঘটনার সঙ্গে এর যোগ নেই বলেই মনে হচ্ছে। আমরা আগের ঘটনার অপরাধীদের শনাক্ত করতে পেরেছি। খুব তাড়তাড়ি দুষ্কৃতীরা ধরা পড়বে।”
|
তফসিলি হস্টেলের দুই কর্মীকে শোকজ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাঁধুনি ও তাঁর সাহায্যকারী হঠাত্ ছুটি নেওয়ার রান্না বন্ধ ছিল নাড়াজোলের তফসিলি হস্টেলে। ক্ষুব্ধ ছাত্রেরা হস্টেলে বিক্ষোভ দেখানোর পর মেদিনীপুরে জেলা অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরে এসে স্মারকলিপি দেয়। ডেকে পাঠানো হয় হস্টেল সুপার পৃথ্বীরাজ সিংহকে। তারপরই হস্টেলের রাঁধুনি নিখিল বিশ্বাস ও সাহায্যকারী দেবাশিস সিংহ বাবুকে কারণ দর্শানোর নোটিস দেন অনগ্রসর শ্রেণি কল্যান আধিকারিক রাহুল নাথ। তাঁদের জবাব পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে প্রশাসন জানিয়েছে। দাসপুরের নাড়াজোল কেন্দ্রীয় হস্টেলে প্রায় ৮০ জন তফসিলি ছাত্র থাকেন। মঙ্গলবার স্কুল, কলেজে যাওয়ার আগে ছাত্রেরা দেখে রান্না হয়নি। খোঁজ নিয়ে জানা যায় রাঁধুনি ও সাহায্যকারী দু’জনেই ছুটিতে। নিজেদেরই রান্না করে খেয়ে যেতে হবে বুঝে ছাত্রেরা মেজাজ হারায়। শুরু হয় বিক্ষোভ।
|
ঘেরাও-বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • এগরা |
ফের বিতর্কে জড়ালেন এগরা মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট শীতল পাল। একগুচ্ছ অভিযোগে বৃহস্পতিবার শীতলবাবুকে প্রায় আড়াই ঘণ্টা ঘেরাও করে রাখেন রাজ্য সরকারি কর্মীদের ডানপন্থী সংগঠন ফেডারেশনের এগরা মহকুমা দফতরের কর্মীরা। পরে এগরা মহকুমাশাসকের হস্তক্ষেপে ঘেরাও মুক্ত হন তিনি। ফেডারেশনের এগরা মহকুমা কমিটির অন্যতম সদস্য সুভাষ পালের অভিযোগ, “অকারণে শীতলবাবু কর্মীদের অপমান করেন। কর্মীদের হাজিরা খাতায় অনৈতিক ভাবে গরহাজির দেখানো হয়।” শীতলবাবু অবশ্য দাবি করেন, “বিভিন্ন কারণে আমাকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। অভিযোগ ভিত্তিহীন।”
|
ধর্ষণে ধৃত তিন
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বুধবার তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম সুরজিত্ ঘোড়াই, গৌরীশঙ্কর ভারতী, মিহিরকান্তি দাস। বৃহস্পতিবার ধৃতদের হলদিয়া মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, নন্দীগ্রাম ২ ব্লকের শিবরামপুর এলাকার এক গৃহবধূ কয়েক দিন আগে ওই তিন অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন।
|
নন্দীগ্রামে সিটুর মিছিল |
|
—নিজস্ব চিত্র। |
জমি আন্দোলনেই নন্দীগ্রামে জনভিত্তি হারিয়েছিল বামেরা। রাজ্যে পালাবদলের পরে বামেদের অস্তিত্ব মুছে যায় প্রায়। দু’বছর পরে বুধবার, নন্দীগ্রাম ২-র পশ্চিম খোদামবাড়ি, খোদামবাড়ি পাথুরিয়া, কৃষ্ণনগর, তেরপেখ্যা প্রভৃতি এলাকায় মে দিবস পালন করল বামেরা।
|
স্কুলে বিজ্ঞান প্রদর্শনী
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বিজ্ঞান উত্সব অনুষ্ঠিত হল কাঁথি পাবলিক স্কুলে। বুধবার এই উপলক্ষে বিজ্ঞান বিষয়ক প্রদশর্নী, আলোচনা আয়োজিত হয়। এর উদ্বোধন করেন বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালার প্রাক্তন অধিকর্তা সমর বাগচি। প্রদশর্নীতে স্কুলের ছাত্রছাত্রীদের ২৮টি বিজ্ঞান বিষয়ক মডেল দেখানো হয়। প্রধান বক্তা ছিলেন এমপি বিড়লা ইনস্টিটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারী, ইন্ডিয়ান ইনস্টিটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের সহকারী অধ্যাপক পূণ্যশ্লোক ভাদুড়ি, কাঁথি পি কে কলেজের প্রদীপ্ত পঞ্চ্যাধ্যায়ী প্রমুখ। |
|