রাষ্ট্রপতির সফর নিয়ে বৈঠক পুলিশ-প্রশাসনের
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্নে করতে বৈঠক হল মেদিনীপুরে। রাষ্ট্রপতির হেলিকপ্টার কোথায় নামবে, সেখানে থেকে কোন পথে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছবেন, সে সব নিয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার দুপুরে কলেজিয়েট স্কুলে (বালক) অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন এআইজি (সিকিউরিটি) দীপশঙ্কর রুদ্র, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মেহেমুদ আখতার, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সুমন ঘোষ প্রমুখ। স্কুল ক্যাম্পাসের ঠিক উল্টো দিকেই রয়েছে মাঠ। ঠিক হয়েছে, এখানেই অনুষ্ঠানের আয়োজন করা হবে। কপ্টারে করে এসে এখানেই নামবেন রাষ্ট্রপতি। সে জন্য কলেজ মাঠে সব মিলিয়ে তিনটি হেলিপ্যাড তৈরি হবে। এ জন্য নির্দেশ দিয়েছেন পুলিশ আধিকারিকেরা। ইতিমধ্যে কাজও শুরু হয়েছে।
রাষ্ট্রপতির সফরের আগে হেলিপ্যাড তৈরির প্রস্তুতি। —নিজস্ব চিত্র।
আগামী সোমবার মেদিনীপুরে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কলেজিয়েট স্কুলের এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতির সচিবালয় থেকে স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ১২টা ৪৫ থেকে দেড়টা- সওয়া একঘণ্টা তিনি স্কুলে থাকবেন। সেই মতোই সব বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগেও মেদিনীপুরের এই স্কুলে এসেছেন প্রণববাবু। একবার ’৯৬ সালে। অন্যবার ’৯৮ সালে। পাঁচ বছর আগে, ২০০৮ সালে কলেজিয়েট স্কুল ১৭৫ বছরে পা রাখে। জানা গিয়েছে, সেই সময়ও প্রণববাবুকে বর্ষপূর্তির অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে অন্য কাজে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি। মাস দুই আগে স্কুল থেকেই এক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির কাছে। যেখানে প্রণববাবুকে স্কুলে আসার আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণেই সাড়া দিয়েছেন রাষ্ট্রপতি। এ দিকে, রাষ্ট্রপতির সফর ঘিরে স্কুল ক্যাম্পাসেও সাজো সাজো রব। শুরু হয়েছে স্কুলের দেওয়ালে নতুন রং করার কাজ। স্কুলের এক শিক্ষকের কথায়, “সাংসদ প্রণব মুখোপাধ্যায়কে আমরা কাছ থেকে দেখেছি। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে কখনও কাছ থেকে দেখার সুযোগ পাব, তাও আবার স্কুলেই, ভাবিনি।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.