|
|
|
|
বিতর্কে জেলা পরিষদ |
সভাগৃহে পারিবারিক অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পারিবারিক অনুষ্ঠানের জন্য সভাঘর ভাড়া দিয়ে বিতর্কে জড়াল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। বুধবার দুপুরে ওই পারিবারিক অনুষ্ঠানটি হয়। জেলা পরিষদ সূত্রে খবর, তন্ময় ভট্টাচার্য নামে এক যুব তৃণমূল নেতা সভাঘরটি ভাড়া নিয়েছিলেন।
সভাঘরটিতে সাধারণত কর্মশালা, আলোচনাসভা, প্রদর্শনী প্রভৃতি হলেও কোনও পারিবারিক অনুষ্ঠানের জন্য তা ভাড়া দেওয়া হয় না। তা হলে এ ক্ষেত্রে কেন হল? জেলা পরিষদ কর্তৃপক্ষের বক্তব্য, তাঁদের জানানো হয়েছিল অনুষ্ঠানের জন্য সভাঘরের প্রয়োজন। তবে সেই অনুষ্ঠান যে পারিবারিক তা জানা ছিল না। জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য বলেন, “বুধবার দুপুরেই বিষয়টি জানতে পারি। কেন এমন হল, তা খোঁজ নিয়ে দেখছি।” পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ সিপিএম পরিচালিত।
এ নিয়ে তাই জেলা পরিষদ কর্তৃপক্ষকে বিঁধতে ছাড়ছে না তৃণমূল। দলের জেলা নেতা অজিত মাইতি বলেন, “এ ভাবেই জেলা পরিষদের সভাঘরের অপব্যবহার করা হচ্ছে। শুধু ওই সভাঘর কেন, জেলা পরিষদের আবাসনেরও অব্যবহার হয়েছে।”
তাঁর আরও অভিযোগ, “এক সময় সিপিএমের সশস্ত্র লোকেদের আবাসনে রাখা হয়েছিল। বিষয়টি পুলিশ-প্রশাসনকেও জানিয়েছিলাম।” |
|
|
|
|
|