প্রাথমিক প্রশিক্ষণ শুরু ২২ মে |
কর্মরত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডিএলএড) প্রশিক্ষণের এক বছরের ব্রিজ কোর্সের ক্লাস হবে ২২ মে থেকে ৭ জুন। মঙ্গলবার পরিদর্শক, জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলির সঙ্গে স্কুলশিক্ষা দফতর, প্রাথমিক শিক্ষা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। আগে ঠিক হয়েছিল, প্রশিক্ষণ হবে শনি-রবিবারে। কিন্তু সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশিকা না-পৌঁছনোয় ক্লাস শুরু হতে পারেনি। অনেক ক্ষেত্রে প্রশিক্ষণ নিতে প্রতিষ্ঠানে হাজির হয়েও ফিরে যেতে হয় শিক্ষক-শিক্ষিকাদের। পরে ঠিক হয়, গ্রীষ্ম বা পুজোর ছুটির মতো লম্বা ছুটিতে প্রশিক্ষণ হবে।
|
ইংরেজি মাধ্যম নিয়ে বিপাকে স্কুল |
কুড়িটি সরকারি স্কুলে প্রথম শ্রেণি থেকেই বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজি মাধ্যমও চালু করতে চায় রাজ্য সরকার। কিন্তু এই পরিকল্পনায় সিঁদুরে মেঘ দেখছেন সরকারি স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকারা। আগের অভিজ্ঞতায় তাঁরা দেখেছেন, বাড়তি শিক্ষক, পরিকাঠামোর বন্দোবস্ত না-করে ইংরেজি মাধ্যম খোলা হলে তা চালাতে সমস্যা হয়। মঙ্গলবার এক বৈঠকে স্কুলশিক্ষা দফতরের কর্তাদের সে-কথা জানান ওই শিক্ষক-শিক্ষিকারা। দফতরের তরফে বিষয়টি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। |