ইস্টবেঙ্গলের বলজিত সাইনি ও রাজু গায়কোয়াড় কর্তাদের কাছে রিলিজ চেয়েছিলেন। পরের মরসুমে দু’জনেরই চুক্তি রয়েছে লাল-হলুদের সঙ্গে। কিন্তু তাঁদের কোনও ভাবেই ছাড়ছে না ইস্টবেঙ্গল। তবে রবিন সিংহ যদি রিলিজ চান, তাঁকে ছেড়ে দেবেন লাল-হলুদ কর্তারা। রবিনের দিকে অবশ্য নজর রয়েছে মহমেডানের। সালগাওকারের স্টপার লুসিয়ানোর সঙ্গে এক প্রস্ত কথা হয়েছে সাদা-কালো কর্তাদের। মোহনবাগানের জুয়েল রাজার নামও রয়েছে মহমেডানের তালিকায়। তবে ডেম্পোতে প্রায় পাকা জুয়েল। এ দিকে জেজের সঙ্গে অনেক দূর কথা এগিয়েছে ইস্টবেঙ্গলের। ডেম্পোও হাত বাড়িয়েছে জেজের দিকে। পরের মরসুমে ট্রেভর মর্গ্যান শেষ পর্যন্ত থাকছেন না বলেই শোনা যাচ্ছে। সে জন্যই অভ্র মণ্ডলের ইস্টবেঙ্গলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই যোগাযোগ করেছে অভ্রর সঙ্গে। পুণে এফসি’র গোলকিপারও বললেন, “ইস্টবেঙ্গল আমার সঙ্গে কথা বলেছে। তবে চূড়ান্ত কিছু হয়নি।”
|
এমসা আয়োজিত ইস্ট কোস্ট ওয়াইল্ড রান ২০১৩ র্যালির উদ্বোধনী রেস জিতে নিলেন এক্সপার্ট বিভাগে অনুভব দে এবং চন্দন সেন। এই বিভাগে দ্বিতীয় সুবীর রায় ও অমিত সাহা এবং তৃতীয় শেখর চোধুরী ও শুভজিত্ দত্ত। অন্য রেসে স্টক কার বিভাগে প্রথম স্থানে ছিলেন সৌরভ চট্টোপাধ্যায় ও মৌলিনাথ ঘোষ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে সোমদেব চন্দ-নীরব মেহতা এবং শুভঙ্কর সাহা-অশোক কুমার বসু। |
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করানোর দৌড়ে ঢুকল প্যারিস সাঁ জাঁ। ব্রিটিশ সংবাদমাধ্যম অনুযায়ী, তাঁকে ফ্রান্সে আনার জন্য রিয়াল মাদ্রিদ কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে কার্লো আন্সেলোত্তির দল। কিন্তু রোনাল্ডোকে আবার ওল্ড ট্র্যাফোর্ডে ফেরানোর আশায় আগেভাগেই তাঁর এজেন্টের সঙ্গে কথা সেরে নিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গত ডিসেম্বরে রোনাল্ডো রিয়ালের নতুন চুক্তিতে সই করবেন না জানানোর পর পর্তুগিজ মহাতারকার ভবিষ্যত্ নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। সেই জল্পনাকে আরও উসকে দিয়ে ফার্গুসনের দল জানায়, তাদের প্রাক্তন আইকনকে আবার ফেরানোর জন্য রিয়ালকে ৬৫ মিলিয়ন পাউন্ড দাম দেওয়ার সঙ্গে এক জন ম্যাঞ্চেস্টার ফুটবলারকে (সম্ভবত নানি) দিতেও রাজি আছে তারা। সদ্য ইপিএল চ্যাম্পিয়নদের এক কর্তা বলেছেন, “পিএসজি-র রোনাল্ডোকে সই করানোর ইচ্ছায় ম্যাঞ্চেস্টার খুশি নয়। রোনাল্ডোর এজেন্টের সঙ্গে কথা বলেছি।”
|
রবিবার রাশিয়ায় স্থানীয় লিগ ম্যাচে লাইন্সম্যান মুসা কাদিরভ আচমকা পেরম ক্লাবের ফুটবলার ক্রিচমারকে মাটিতে ফেলে লাথি, ঘুষি মারতে শুরু করেন। রাশিয়ান ফুটবল সংস্থা আজীবন নির্বাসিত করার পাশাপাশি মুসাকে ১৬২০০ ডলার জরিমানা করেছে। |
ধোনির দলের বিশ্বকাপ জয়ের বছরে জাতীয় দলের কোনও ক্রিকেটারের ভাগ্যে জোটেনি সরকারি সম্মান। ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তারা নাকি সে বার নির্দিষ্ট সময়ে নাম পাঠাতে ভুলে গিয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকে। এ বার তাই সুপারিশের সময়সীমা শেষ হওয়ার আগেই বিরাট কোহলির নাম পাঠিয়ে দেওয়া হল অর্জুন পুরস্কারের জন্য। ধ্যানচাঁদ পুরস্কারের জন্যও এ বছর সুনীল গাওস্করের নাম সুপারিশ করেছে ভারতীয় বোর্ড।
|
মে-র শেষের দিকেই আইপিএল কাণ্ডে কলঙ্কিত ললিত মোদীর রায় দিতে চলেছে শৃঙ্খলারক্ষা কমিটি। মোদী এবং ভারতীয় বোর্ড দু’পক্ষের আইনজীবীদের বক্তব্য জানার পর কমিটির সদস্যদের মধ্যে এ ব্যাপারে দীর্ঘ বৈঠক হয়েছে। ঠিক হয়, নিজের বক্তব্য জানানোর জন্য মোদীকে আরও ১৫ দিন সময় দেওয়া হবে। রায়দান তার পর। তিন সদস্যের এই কমিটিতে রয়েছেন অরুণ জেটলি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং চিরায়ু আমিন। গত তিন বছর ধরেই লন্ডনে রয়েছেন মোদী। দুর্নীতির ১৫টি অভিযোগ তাঁর বিরুদ্ধে। |
ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় ফিফার সাম্মানিক প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালেন জোয়াও হ্যাভেলাঞ্জ। ফিফার এথিকস কমিটির রিপোর্ট অনুযায়ী ১৯৯২ থেকে ২০০০ অবধি ‘আইসিএল’ সংস্থা থেকে নিয়মিত বড় অঙ্কের টাকা নিয়েছেন হ্যাভেলাঞ্জ। ১৮ এপ্রিল থেকেই হ্যাভেলাঞ্জ সরকারি ভাবে ইস্তফা দেন। |