আইপিএল সিক্স যত প্লে অফের দিকে এগোচ্ছে, মহেন্দ্র সিংহ ধোনি এবং তাঁর টিমকে ততই বিধ্বংসী দেখাচ্ছে। মঙ্গলবারই পুণে ওয়ারিয়র্সকে ৩৭ রানে হারিয়ে চেন্নাই সুপার কিংস আইপিএল সিক্সের পয়েন্ট টেবলের শীর্ষে থেকে গেল। ১০ ম্যাচে ধোনিদের পয়েন্ট ১৬। দু’নম্বরে থাকা আরসিবি ৪ পয়েন্ট পিছিয়ে। |
যুবরাজ সিংহদের দলের অবস্থা ঠিক উল্টো। সিএসকের কাছে চিপকে জেতার পর টানা পঞ্চম ম্যাচ হারল পুণে। হবে নাই বা কেন, অ্যারন ফিঞ্চের দলের ব্যাটিং ব্যর্থতা মেগা সিরিয়ালের মতো চললে অধিনায়কই বা কী করবেন? প্রথমে ব্যাট করে চেন্নাইকে ১৫ ওভার পর্যন্ত আটকে রেখেছিলেন ভুবনেশ্বর কুমার, রাহুল শর্মারা। মাইক হাসি (৫), ঋদ্ধিমান সাহার (১৩) পর বদ্রীনাথও যখন ফেরেন (৩১ বলে ৩৪) চেন্নাইয়ের রান ১৫.৩ ওভারে ১০৩। পুণে-ফাঁড়া আবার সিএসকের কপালে ঝুলছে মনে হওয়ার মধ্যেই সব হিসাব উল্টে যায় চেন্নাই অধিনায়ক নামার পর। সুরেশ রায়না (৫০ বলে ৬৩ ন.আ) সঙ্গতে থাকলেও মূলত ধোনির (১৬ বলে ৪৫ন.আ.) চারটি চার এবং তিনটি ছয়ের ধামাকায় সিএসকের রান পৌঁছে যায় ১৬৪।
জবাবে ব্যাট করতে নেমে ১২৭ রানেই থেমে যায় পুণের ইনিংস। স্মিথ (৩৫) ছাড়া বলার মতো রান কেউই করতে পারেননি। ব্যর্থ হন যুবরাজও (৫)। ম্যাচের সেরা ধোনি।
|