টুকরো খবর
বৈঠকে গরহাজির, শোকজ দুই অফিসারকে
বৈঠকে অনুপস্থিত থাকায় দুই অফিসারকে শো-কজ নোটিস ধরানোর নির্দেশ দিল জেলা প্রশাসন। গত ২৩ এপ্রিল প্রতিটি ব্লকের অ্যাকাউন্ট অফিসার এবং ডেপুটি সেক্রেটারিদের এক বৈঠকে ডেকেছিলেন জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক শম্পা হাজরা। সেই বৈঠকে যোগ দেননি দাসপুর ২ ব্লকের অ্যাকাউন্ট অফিসার এবং ডেপুটি সেক্রেটারি। বৈঠকে না আসার কথা আগাম জানাননি। প্রতিনিধিও পাঠাননি। জানা গিয়েছে, পঞ্চায়েতের কয়েকটি বিষয় নিয়েই ওই বৈঠকটি ডাকা হয়েছিল। নানা প্রকল্প নিয়ে আলোচনা হয় সেখানে। দাসপুর ২ পঞ্চায়েত সমিতি তৃণমূল পরিচালিত। ঘাটাল মহকুমার এই ব্লকের দুই অফিসারের অনুপস্থিতির বিষয়টি জানার পর নড়েচড়ে বসে জেলা প্রশাসন। গত ২৬ এপ্রিল দাসপুর ২-এর বিডিওর কাছে চিঠি পাঠান জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক। তাতেই দুই অফিসারকে শো-কজ নোটিস ধরানোর নির্দেশ দেওয়া হয়।

সারদা-কাণ্ডের প্রতিবাদ বামেদের
সারদা কেলেঙ্কারির প্রেক্ষিতে মঙ্গলবার মিছিল করল জেলা বামফ্রন্ট। মিছিল থেকে আমনতকারীদের স্বার্থ রক্ষা, সারদা-কাণ্ডে জড়িত মন্ত্রী-সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ, সারদার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়। মেদিনীপুর, খড়্গপুর, সবং, পিংলায় মিছিলে বাম ছাত্র-যুব-মহিলা সংগঠনের কর্মীরা যোগ দেন।
পথে-প্রতিবাদে
\
তমলুকে ছবিটি তুলেছেন পার্থপ্রতিম দাস। সিপিএমের মিছিল লালগড়ে। —নিজস্ব চিত্র।
মেদিনীপুরে মিছিলে নেতৃত্ব দেন কমল ঘোষ, হিমাদ্রি দে, সারদা চক্রবর্তীরা। বিকেলে লালগড় ব্লক সদরেও মিছিল করে সিপিএম। নেতৃত্বে ছিলেন দলের বিনপুর জোনাল কমিটির তরুণ বন্দ্যোপাধ্যায়। তরুণবাবুর অভিযোগ, “শাসক-দলের মদতে লগ্নি সংস্থাগুলি ভুল বুঝিয়ে আমানতকারীদের সর্বস্বান্ত করছে। জঙ্গলমহলের বহু গরিব মানুষ নিঃস্ব হয়ে গিয়েছেন।”

যুব কংগ্রেসের দাবি
জেলায় কতজন বেকার যুবক- যুবতীর নাম নথিভুক্ত রয়েছে, তার তালিকা প্রকাশ করা সহ বেশ কিছু দাবিতে মঙ্গলবার মেদিনীপুর কর্মবিনিয়োগ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। দফতরে এক স্মারকলিপিও জমা দেওয়া হয়। নেতৃত্ব দেন সংগঠনের মেদিনীপুর বিধানসভা এলাকার সভাপতি অজিতেশ দাস। যুব কংগ্রেসের বক্তব্য, রাজ্য সরকার এক লক্ষ বেকার যুবক-যুবতীকে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে। রাজ্যে প্রায় এক কোটি বেকার। এই পরিস্থিতিতে যাঁদের চাকরির বয়স পেরিয়ে গিয়েছে, বেকার ভাতা দেওয়ার ক্ষেত্রে তাঁদেরই অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে ওই সংগঠন।

যুবকের অপমৃত্যু
গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। মৃতের নাম অন্টু রুইদাস (৩৭)। বাড়ি গড়বেতার গনগনির ডাঙ্গাপাড়ায়। মঙ্গলবার সকালে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।

বিজেপি’র মিছিল
রাজ্য সরকারের উদাসীনতার জন্যই শালবনিতে জিন্দলদের প্রস্তাবিক শিল্প ঘিরে সংশয় দেখা দিয়েছে। এই অভিযোগ তুলে মঙ্গলবার বিকালে মেদিনীপুর শহরে মিছিল করে বিজেপি। মিছিল শেষে কালেক্টরেট মোড়ে এক পথ সভা হয়। নেতৃত্ব দেন দলের শহর সভাপতি অরূপ দাস।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.