গাড়ি উল্টে মৃত্যু মহিলার
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরে গড়বেতা থানার রাঙ্গামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মারা গেলেন এক মহিলা। পুলিশ জানায়, মৃতার নাম সুচিত্রা বন্দ্যোপাধ্যায় (৫০)। তিনি বাঁকুড়ার জয়রামবাটির একটি লজের মালিক। লজেই থাকতেন বিধবা সুচিত্রাদেবী। তাঁর বাড়ি সল্টলেকে। নিজের গাড়িতেই ছিলেন সুচিত্রাদেবী। গাড়ি কোন দিকে যাচ্ছিল বা আসছিল, তা এখনও জানতে পারেনি পুলিশ। মহিলা ও গাড়ির চালককে আরামবাগ হাসপাতালে নিয়ে যান স্থানীয় মানুষ। চালক রঞ্জন ক্যাওড়ার প্রাথমিক চিকিৎসা করানো হয় সেখানেই। তারপর থেকে খোঁজ নেই তার। মৃতদেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। মৃতের বাড়ির লোক দুর্ঘটনাটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে লিখিত অভিযোগ জমা পড়েনি।
|
উত্তরপাড়ায় গ্রেফতার ৪ দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
চুরি করা ট্রাক বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়ল চার দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। জেলা পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে ডানকুনি হাউসিংয়ের কাছ থেকে একটি ট্রাক চুরি করে চার দুষ্কৃতী। সেটি মঙ্গলবার দুপুরে রিষড়া বাগখালের কাছে বেচতে যায় তারা। গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপাড়া থানার আইসি প্রিয়ব্রত বক্সি তাদের হাতেনাতে ধরে ফেলেন। ধৃতেরা উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া এবং ডানকুনির বাসিন্দা।
|
প্রয়াত সমাজসেবী
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
প্রয়াত হলেন আরামবাগের বিশিষ্ট সমাজসেবী মহম্মদ আনোয়ার হোসেন। সাঁপড়াজোল গ্রামের বাসিন্দা আনোয়ারের বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্যজনিত কারণেই গত বৃহষ্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
|
অনিচ্ছাকৃত খুনের অভিযোগে এক পুলিশকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিল ৩৩ বছর আগে। এই ৩৩ বছর তিনি পুলিশে চাকরি করলেন। পদোন্নতিও হল। কিন্তু অবসরের বছর দেড়েক আগে তাঁকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিল আদালত। হাওড়া আদালত সূত্রের খবর, ১৯৮০ সালের ৩০ জানুয়ারি বালিটিকুরির একটি ক্লাবে বন্ধুদের সার্ভিস রিভলভার দেখাচ্ছিলেন কালীশঙ্কর পাল নামে ওই পুলিশকর্মী। আচমকা রিভলভার থেকে গুলি বেরিয়ে মৃত্যু হয় শ্রীজয় বন্দোপাধ্যায় নামে ১৮ বছরের এক তরুণের। |