টুকরো খবর
কমছে শিশুকন্যার অনুপাত
দশ বছরে দেশের জনসংখ্যা বাড়ল ১৮ কোটি। ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা ১২১ কোটি ৫ লক্ষ। এর মধ্যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ৯ কোটি ১২ লক্ষ। গোটা দেশে জনসংখ্যা ১৭ শতাংশ হারে বাড়লেও পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার অবশ্য অনেক কম। জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে। ২০১১ সালের জনগণনায় সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল, শিশুকন্যার অনুপাত কমে যাওয়া। দশ বছর আগে ছয় বছরের নিচের এক হাজার পুত্রসন্তানের অনুপাতে কন্যাসন্তানের সংখ্যা ছিল ৯২৭টি। এখন তা কমে দাঁড়িয়েছে ৯১৯-এ। গ্রাম বা শহর, দু’ক্ষেত্রেই শিশুকন্যার অনুপাত যথেষ্ট পরিমাণে কমেছে। জনগণনা কমিশনার সি চন্দ্রমৌলি মঙ্গলবার এই তথ্য প্রকাশ করে বলেন, “এ বিষয়ে সমাজবিজ্ঞানীদের ভাবতে হবে। গ্রাম বা শহরে লিঙ্গনির্ধারণ, ভ্রুণহত্যা যে এখনও চলছে, এই পরিসংখ্যান তারই প্রমাণ।” শিশুকন্যার অনুপাতের ক্ষেত্রে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ।

ধর্ষণের দায়ে গ্রেফতার ভাই
বোনকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার হল ভাই। পুলিশ জানিয়েছে, মা-বাবা কাজে বেরোলেই তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রায় রোজই নিজের নাবালিকা বোনকে ধর্ষণ করত বছর ঊনিশের ওই যুবক। ধর্ষণের ঘটনা কাউকে না জানানোর জন্য বোনকে হুমকিও দিত সে। সোমবার পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয় নিগৃহীতা মেয়েটি। চিকিৎসকেরা জানান, সে পাঁচ মাসের সন্তানসম্ভবা। মেয়েটিকে জিজ্ঞাসাবাদের পরই ধর্ষণের ঘটনা জানাজানি হয়। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

তল্লাশি একতার বাড়িতে
ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে আয়কর বিভাগের তরফে তল্লাশি চালানো হল ‘বালাজি টেলিফিল্মস’-এর অন্যতম কর্ণধার তথা বলিউড প্রযোজক একতা কপূরের বাড়িতে। আয়কর দফতরের শ’খানেক কর্মী মঙ্গলবার হাজির হন একতার মুম্বইয়ের বাড়িতে। তল্লাশি চালানো হয় তাঁর অফিস ও স্টুডিওতেও। অভিযোগ, ‘বালাজি টেলিফিল্মস’-এর প্রকৃত আয়ের পরিমাণ নিয়ে আয়কর দফতরকে ধোঁয়াশায় রেখেছেন একতা। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে একতাকে জেরা করা হবে। জিজ্ঞাসাবাদ করা হবে তাঁরা বাবা জিতেন্দ্রকেও।

এ বার পুলিশ কনভয়ে মাদক ওষুধ, ধৃত ১১
সেনা কনভয়ের মাধ্যমে এফেড্রিন পাচারের ঘটনা সামনে আসার দু’মাসের মাথায় ফের পুলিশ কনভয়ে এফেড্রিন পাচার করতে গিয়ে ধরা পড়লেন ১১ জন পুলিশকর্মী। সকলেই রীতিমতো উর্দিধারী। সশস্ত্র পুলিশের দলটি সিউটো-এফেড্রিন জাতীয় ট্যাবলেট নিয়ে মোরে সীমান্তে যাচ্ছিলেন। গত কাল আদালত ওই ১১ জনকে ৮ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায়। পুলিশ সূত্রে খবর, একজন সাব ইনস্পেক্টরের নেতৃত্বে পুলিশের দলটি দু’টি সাদা জিপসিতে মোরের উদ্দেশে যাচ্ছিল। পাল্লেল চেক পোস্টে থৌবাল জেলার পুলিশ কম্যান্ডোরা তাদের আটকায়। সেখানেই দু’টি গাড়িতে তল্লাশি চালিয়ে ৪,৯৯,৯০০টি এফেড্রিন ট্যাবলেট উদ্ধার হয়। যার বাজারদর প্রায় তিন কোটি ৬৪ লক্ষ টাকা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.