কমছে শিশুকন্যার অনুপাত
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দশ বছরে দেশের জনসংখ্যা বাড়ল ১৮ কোটি। ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা ১২১ কোটি ৫ লক্ষ। এর মধ্যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ৯ কোটি ১২ লক্ষ। গোটা দেশে জনসংখ্যা ১৭ শতাংশ হারে বাড়লেও পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার অবশ্য অনেক কম। জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে। ২০১১ সালের জনগণনায় সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল, শিশুকন্যার অনুপাত কমে যাওয়া। দশ বছর আগে ছয় বছরের নিচের এক হাজার পুত্রসন্তানের অনুপাতে কন্যাসন্তানের সংখ্যা ছিল ৯২৭টি। এখন তা কমে দাঁড়িয়েছে ৯১৯-এ। গ্রাম বা শহর, দু’ক্ষেত্রেই শিশুকন্যার অনুপাত যথেষ্ট পরিমাণে কমেছে। জনগণনা কমিশনার সি চন্দ্রমৌলি মঙ্গলবার এই তথ্য প্রকাশ করে বলেন, “এ বিষয়ে সমাজবিজ্ঞানীদের ভাবতে হবে। গ্রাম বা শহরে লিঙ্গনির্ধারণ, ভ্রুণহত্যা যে এখনও চলছে, এই পরিসংখ্যান তারই প্রমাণ।” শিশুকন্যার অনুপাতের ক্ষেত্রে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ।
|
ধর্ষণের দায়ে গ্রেফতার ভাই
সংবাদসংস্থা • ঠাণে |
তল্লাশি একতার বাড়িতে
সংবাদসংস্থা • মুম্বই |
এ বার পুলিশ কনভয়ে মাদক ওষুধ, ধৃত ১১
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |