পরিকাঠামো শিল্পে উত্পাদন বৃদ্ধি গত অর্থবর্ষে কমে ২.৬ শতাংশ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আটটি পরিকাঠামো শিল্পে উত্পাদন বৃদ্ধির হার তলানিতে নামল সদ্য সমাপ্ত ২০১২-’১৩ অর্থবর্ষে। তা আগের বারের ৫% থেকে কমে দাঁড়িয়েছে ২.৬%। যা গত এক দশকে সবচেয়ে কম। আশানুরূপ উত্পাদন বাড়ল না মার্চেও। তা ২০১৩ সালের মার্চে বেড়েছে ২.৯ শতাংশ। আগের বছর একই সময়ে ছিল ৩ শতাংশ। কয়লা ও অশোধিত তেল উত্পাদন বৃদ্ধি কমে যাওয়ার ফলে মূলত এই ৮টি শিল্পে বৃদ্ধির হার কমেছে বলে আজ প্রকাশিত সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে। কমেছে প্রাকৃতিক গ্যাস উত্পাদনও। পরিকাঠামো ক্ষেত্রে ৮টি শিল্প হল: অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, সিমেন্ট, কয়লা, বিদ্যুত্, ইস্পাত, তেল শোধন ও সার। সার্বিক শিল্প বৃদ্ধির হার হিসাবে এই ক্ষেত্রের অবদান প্রায় ৩৮%। মার্চে প্রাকৃতিক গ্যাসের উত্পাদন সরাসরি কমেছে ১৭.৭%, কয়লা ও অশোধিত তেল উত্পাদন বৃদ্ধির হার কমে হয়েছে ০.৩% ও ০.২%।
|
সংস্থা ঢেলে সাজল টাটা সন্স
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সংস্থার উন্নতি ও দীর্ঘ মেয়াদে শেয়ারহোল্ডারদের হাতে বেশি লাভ তুলে দিতে গ্রুপ এগ্জিকিউটিভ কাউন্সিল (জিইসি) তৈরির কথা জানাল টাটাদের হোল্ডিং সংস্থা টাটা সন্স। সংস্থা জানিয়েছে, এত দিন তাদের গ্রুপ কর্পোরেট সেন্টার ও গ্রুপ এগ্জিকিউটিভ অফিস যে-দায়িত্ব পালন করেছে, সংস্থার চেয়ারম্যান সাইরাস পি মিস্ত্রির নেতৃত্বে জিইসি সেটাই করবে। অর্থাত্ সংস্থার এগ্জিকিউটিভদের নিয়ে তৈরি এই কাউন্সিল পরিচালন পর্ষদের সম্মতিতে ব্যবসায়িক কৌশল গ্রহণ ও তা রূপায়ণে সাহায্য করবে মিস্ত্রিকে। সংস্থা ঢেলে সাজার এই কর্মসূচির মধ্যে রাখা হয়েছে, লগ্নি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ, সমাজকল্যাণমূলক প্রকল্প রূপায়ণ, ‘টাটা’ নামের ভাবমূর্তি বজায় রাখা, বিশ্ব বাজারে ব্যবসা বিস্তারে উদ্যোগী হওয়া ইত্যাদি।
|
পেট্রোলের দাম কমলো ৩.১৩ টাকা |
সাধারণ মানুষকে আরও কিছুটা স্বস্তি দিয়ে ফের কমলো পেট্রোলের দাম। কলকাতায় প্রতি লিটারে দাম কমেছে ৩.১৩ টাকা। যা গত পাঁচ বছরে সব থেকে বেশি। ফলে আগের ৭৩.৪৮ টাকা থেকে কমে এখন তা দাঁড়াল ৭০.৩৫ টাকায়। নতুন দাম কার্যকর হয়েছে মাঝরাত থেকেই। উল্লেখ্য, এই নিয়ে মার্চ থেকে টানা চার বার দাম কমানো হল পেট্রোলের। এ দিন তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, বিশ্ব বাজারে তেলের দাম কমেই চলেছে। গত ১৫ এপ্রিল শেষ বার পেট্রোলের দাম কমানোর পর ব্যারেল পিছু তেল ১১৬.৬১ ডলার থেকে আরও কমে ১০৭ ডলারে নেমেছে। সেই সঙ্গে ডলারের তুলনায় টাকার দরও তুলনায় কম পড়েছে। তাই লিটার পিছু দাম ৩ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। কলকাতায় বিভিন্ন কর যুক্ত হওয়ার পর যা দাঁড়িয়েছে ৩.১৩ টাকায়।
|
অলক অগ্রবাল ই-বে ইন্ডিয়ার বিপণন বিভাগের ডিরেক্টর হয়েছেন। |