বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভের পরে তৃণমূল সমর্থিত প্রার্থীদের নিয়ে কার্যকরী সমিতি গঠিত হল সাঁইথিয়ার লাউতোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। আগে ওই সমিতির ক্ষমতায় ছিল ফরওয়ার্ড ব্লক। নানা আর্থিক দুর্নীতির কারণে টানা সাত বছর বন্ধ থাকার পরে গত ৭ অক্টোবর ওই সমবায়ের পরিচালন সমিতির নির্বাচন হয়। সেখানে ৩ হাজার ৯১ জন সদস্যের মধ্যে তৃণমূল সমর্থিত ৩১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। ৫ এপ্রিল তাঁদের মধ্যে থেকে ৯ জনকে নিয়ে একটি কমিটি গঠিত হয়। মঙ্গলবার স্বরূপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতি, দেবানন্দ সিংহকে সহ-সভাপতি এবং প্রশান্তকুমার মণ্ডলকে সম্পাদক করে কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত সম্পাদকের কথায়, “স্বচ্ছতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।” |
লাভপুরের বীরভূম সংস্কৃতি বাহিনী পরিচালনায় এবং পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দফতরের সহায়তায় গত ২৭ এপ্রিল থেকে স্থানীয় শ্রীপতি মুখোপাধ্যায় শিশু উদ্যানে শুরু হয়েছে তীরন্দাজি প্রশিক্ষণকেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব কল্যাণ আধিকারিক অচিন্ত্য দাস, বোলপুর সাই-এর দুই প্রশিক্ষক ইউনাম সানাহাল, নিমাই বসু প্রমুখ। সংস্কৃতি বাহিনীর সম্পাদক উজ্জ্বল মুখোপাধ্যায় জানিয়েছেন, মূলত ৫০ জন আদিবাসী শিক্ষার্থীকে নিয়ে ওই প্রশিক্ষণকেন্দ্র চালু করা হয়েছে। ৮ থেকে ১৪ বছর বয়সীরা বিনা খরচে এই কেন্দ্র থেকে প্রশিক্ষণের সুযোগ পাবে। |