ভোটে দাঁড়ানো নিষিদ্ধ মুশারফের
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
মুশারফের আপিল খারিজ করল পেশোয়ার হাইকোর্ট। প্রধান বিচারপতি দোস্ত মহম্মদ খানের নেতৃত্বাধীন চার সদস্যের এক ডিভিশন বেঞ্চ মঙ্গলবার জানিয়ে দিল, ভবিষ্যতে আর কোনও জাতীয় এবং প্রাদেশিক আইনসভার কোনও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি। ১১ মে অনুষ্ঠিত হতে চলেছে পাক সাধারণ নির্বাচন। মোট চারটি নির্বাচন কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট। কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বাতিল হয়ে যায় সবকটিই। কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় পেশোয়ার হাইকোর্টের দ্বারস্থ হন মুশারফ। মঙ্গলবার সেই মামলাতেই এই রায় দিল আদালত। আদালত সূত্রের খবর, নিরাপত্তার খাতিরে এ দিন শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না মুশারফ। প্রধান বিচারপতি জানালেন, একাধিক বার সংবিধান লঙ্ঘন ও ২০০৭-এর জরুরি অবস্থা চলাকালীন বিচারপতিদের আটক করার অপরাধে মুশারফের বিরুদ্ধে নেওয়া হল এই সিদ্ধান্ত। হাইকোর্টের প্রধান বিচারপতি আরও জানালেন, মে’র ১১ তারিখ, অথার্ৎ পাক নির্বাচনের দিনটিতে গৃহবন্দি হয়েই কাটাতে হবে মুশারফকে। মুশারফের আইনজীবী সাদ শিবলি জানান, পেশোয়ার হাইকোর্টের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছেন মক্কেল।
|
নিহত ভারতীয় বংশোদ্ভূত ছাত্র
সংবাদসংস্থা • ডারবান |
দুষ্কৃতীদের ছুরির আঘাতে নিহত হল ভারতীয় বংশোদ্ভূত ছাত্র দরেশন মুদলি(১৬)। ওই একই আক্রমণে জখম হয়ে হাসপাতালে ভর্তি তার দাদা রেবারশিন। দক্ষিণ আফ্রিকার ভারতীয় অধ্যুষিত একটি এলাকার ঘটনা। মৃতের পরিবার সূত্রে খবর, কিছু দিন আগে দরেশনের সহপাঠীরা তার বোনকে নিয়ে কটূক্তি করায় ঝামেলায় জড়িয়ে পড়েছিল দরেশন। তখনও ছুরি মারা হয়েছিল তাকে। কিন্তু সে বার প্রাণে বেঁচে যায় সে। এ বার নৃশংস ভাবে পিটিয়ে, ছুরি দিয়ে মেরে রাস্তার ধারে দুই ভাইকে ফেলে পালায় দুষ্কৃতীরা।
|
কর্মচারীকে ছুরি
সংবাদসংস্থা • দুবাই |
ছুটি কাটাতে দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন বছর পঁয়ত্রিশের ভারতীয় কর্মচারী রাধাকৃষ্ণন থাঙ্কাপ্পান নাইয়ার। কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাসপোর্ট ফেরত আনতে গেলে তাঁকে ছুরি মারা হয় বলে অভিযোগ করেছেন তিনি। বাঁ হাতে এবং কাঁধে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বাহরাইনের একটি অফিসের ঘটনা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পাসপোর্ট চাইতে গেলে তাঁকে বলা হয়, একটি সাদা কাগজে সই করে দিলে তবেই ফেরত পাওয়া যাবে পাসপোর্ট। তিনি রাজি না হওয়ায় এ নিয়ে বিতর্ক শুরু হয় এবং তাঁকে আক্রমণ করা হয়। |