জল চেয়ে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
তখন চলছে বিক্ষোভ।—নিজস্ব চিত্র। |
নিয়মিত পানীয় জল সরবরাহের দাবিতে রাস্তা অবরোধ করলেন এলাকাবাসী। মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় দু’ঘণ্টা কুলটির রানিতলা সংলগ্ন জিটি রোড অবরোধ করেন তাঁরা। পরে পুলিশ এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। বিক্ষোভকারী এই শ’তিনেক বাসিন্দার অভিযোগ, এলাকায় পানীয় জলের সরবরাহ কম। প্রায় সময়েই পর্যাপ্ত জল মেলে না। ফলে জল জোগাড় করতে বহু দূরে যেতে হয় তাঁদের।
|
অন্ডালে জমি বসে আতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ধান্ডাডিহি গ্রাম লাগোয়া একশো বর্গফুট এলাকায় প্রায় তিনফুটের মতো জমি বসে গিয়েছে। মঙ্গলবার ভোরের দিকে ঘটনাটি ঘটে। এলাকার পঁচিশ মিটার দূরে বেশ কিছু পরিবার বাস করে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরাও। স্থানীয় বাসিন্দা তথা আসানসোল লোকসভার যুব কংগ্রেস সভাপতি দিব্যেন্দু লায়েক জানান, সংশ্লিষ্ট কুনস্তড়িয়া এরিয়া কর্তৃপক্ষের কাছে অবিলম্বে পুনর্বাসনের দাবি জানিয়েছেন তাঁরা। বড় কোনও দুর্ঘটনা ঘটলে তার দায় ইসিএল এড়িয়ে যেতে পারবে না বলেও তিনি জানিয়েছেন। এরিয়া কর্তৃপক্ষ জানান, দাবিগুলি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।
|
লরির ধাক্কায় মৃত্যু দু’জনের
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দু’টি লরির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল দু’জনের। জখম হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার সকালে ২ নম্বর জাতীয় সড়কে কাঁকসা থানার রাজবাঁধের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, এ দিন একটি রড বোঝাই এবং একটি সব্জি বোঝাই লরির মধ্যে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই দু’জন মারা যান। মৃতদের নাম শেখ কোকিল (৬০) ও জয় সর্দার(৪০)। এদের মধ্যে শেখ কোকিলের বাড়ি মুর্শিদাবাদে, জয় সর্দারের বাড়ি নদিয়ার তেহট্টে। আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
জল নেই, কর্মীরা নাকাল শোনপুরে
নিজস্ব সংবাদদাতা • পান্ডবেশ্বর |
একে পানীয় জলের বন্দোবস্তো নেই, তার উপর টিনের চাল, সবমিলিয়ে শোনপুর বাজারি এরিয়ার স্টোররুমে কাজ করতে নাজোহাল হয়ে পড়ছেন কর্মীরা। অবিলম্বে সমস্যার প্রতিকার চেয়ে আইএনটিটিইউসি এবং আইএনটিইউসির নেতৃত্বে মঙ্গলবার দীর্ঘক্ষণে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান তাঁরা। আইএনটিইউসি নেতা সমর চট্টোপাধ্যায় জানান, এই স্টোররুমটি যাতে গ্রীষ্মকালে ঠান্ডা থাকে তার জন্য পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে যন্ত্র বসানো হয়েছে একবছর আগে। রক্ষণাবেক্ষণের জন্য ১ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ। অথচ গরমে নাকাল অবস্থা কর্মীদের।
|
স্বাধীনতা সংগ্রামী প্রয়াত বুদবুদে
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
মারা গেলেন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী নিভারানি ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। বার্ধক্যজনিত কারণেই মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ মানকরের এই স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু বলে তাঁর পারিবার সূত্রে জানা গিয়েছে। দমদমের নারায়ণপুরের বাসিন্দা স্বাধীনতা সংগ্রামী শম্ভুচন্দ্র বোসের কন্যা নিভাদেবী বৈবাহিক সূত্রে মানকরে বসবাস শুরু করেন। তাঁর স্বামী সুধীরঞ্জন ঘোষ মানকর স্টেশনের ম্যানেজার ছিলেন। মানকরেও নানা ধরণের সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে নিভাদেবী যুক্ত ছিলেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়।
|
জয়ী বার্নপুর
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেটে চ্যাম্পিয়ন হল সিএলএ, বার্নপুর। মঙ্গলবার আসানসোল স্টেডিয়ামে তারা ক্যাপ্টেন একাদশকে ৬ রানে হারায়। প্রথমে ব্যাট করে সিএলএ ১৫৯ রান করে। জবাবে ১৫৩ রানে গুটিয়ে যায় ক্যাপ্টেন একাদশ। |