ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক বালকের। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে কান্দি-বহরমপুর রাজ্য সড়কে পুরন্দরপুর মোড় সংলগ্ন এলাকায়। মৃতের নাম রকিবুর শেখ (১০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি বহরমপুর থেকে কান্দির দিকে আসছিল। সেই সময় রকিবুর রাস্তা পার হচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি তাকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় রকিবুরকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। এরপর উত্তেজিত জনতা পথ অবরোধ করলে যানজট হয়। পুলিশ গিয়ে অবরোধ তোলে। কান্দির এসডিপিও সন্দীপ সেন বলেন, “ট্রাকটিকে আটক করা হয়েছে। গাড়ির চালকের খোঁজে তল্লাশি চলছে।” |
তছরুপের নালিশ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
ভুঁইফোঁড় সংস্থার নাম করে লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠল ডিওয়াইএফআইয়ের কৃষ্ণনগর উত্তর লোকাল কমিটির সদস্য সুজিত মিশ্রের বিরুদ্ধে। অভিযোগ ওই নেতা শ্রীরামকৃষ্ণ লোকসেবা ফাউন্ডেশন নামে একটি সংস্থা খুলে লক্ষ লক্ষ টাকা তোলেন। এখন সংস্থার অফিসে তালা ঝুলছে।
অভিযোগকারী কৃষ্ণ গড়াই বলেন, “ওই সংস্থায় আমার নামে রয়েছে। কিন্তু বর্তমানে ওই সংস্থাটি বন্ধ। এজেন্ট ও আমানতকারীরা সমস্যায় রয়েছেন।” অভিযোগ অস্বীকার করে সুজিতবাবু বলেন, “সংস্থার সঙ্গে আমার যোগ নেই।” কৃষ্ণনগরের আইসি অলোকরঞ্জন মুন্সি জানান, অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু হয়েছে। |
স্ত্রী খুনে যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সোমবার নদিয়ার রানাঘাট আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রূপাঞ্জনা চক্রবর্তী এই রায় ঘোষণা করেন। সরকার পক্ষের আইনজীবী তুষার চক্রবর্তী জানান, ২০০৭ সালের মার্চ মাসে রানাঘাটের কায়েতপাড়ার মিনতি বিশ্বাস অগ্নিদগ্ধ হয়ে মারা যান। মিনতিদেবীর দাদা বিমল দাস, ওই মহিলার স্বামী বাপি বিশ্বাস ও শাশুড়ি শেফালী বিশ্বাসের নামে থানায় অভিযোগ দায়ের করেন। বেকসুর খালাস পান শেফালীদেবী। বাপি বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন বিচারক। |
গাঁজা-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
পাঁচ কেজি গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত কুষেণজিত মল্লিক আসাননগর খুলনাপাড়ার বাসিন্দা। রবিবার রাতে কৃষ্ণনগরের বেলডাঙা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। কৃষ্ণনগরের আইসি অলোকরঞ্জন মুন্সি বলেন, “ধৃত মোটরসাইকেল চুরি চক্রের সঙ্গেও জড়িত। সে ব্যাপারেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’ |
আগ্নেয়াস্ত্র সহ ধৃত
নিজস্ব প্রতিবেদন |
আগ্নেয়াস্ত্র-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম পিন্টু মল্লিক ও তেলা ঘোষ। তাদের বাড়ি চাপড়ার মহেশনগর ও নাকাশিপাড়ার শিবপুর এলাকায়। রবিবার রাতে চাপড়ার হাতিশালা ঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়। আগ্নেয়াস্ত্র ছাড়াও ধৃতদের কাছ থেকে দুই রাউন্ড গুলিও পাওয়া গিয়েছে। অন্য দিকে, এ দিনই পাইপগান ও গুলি-সহ টিটোন দাস নামে এক যুবককে হরিহরপাড়ার শঙ্করপুর থেকে গ্রেফতার
করল পুলিশ। |
ট্রলি উল্টে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
ট্রাক্টরের বালিভতি ট্রলি উল্টে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার ঘটনাটি ঘটেছে সালার থানার সরমস্তি গ্রামে। মৃত ব্যক্তির নাম হাসিবুর রহমান (৪০)। তিনি ওই ট্রাকের কর্মী ছিলেন। প্রথমে তাঁকে সালার হাসপাতালে ভর্তি করা হয়। পরে কাটোয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। |
কল্যাণী পুরসভার নতুন পুরপ্রধান নির্বাচিত হলেন তৃণমূলের নীলিমেশ রায় চৌধুরী। সোমবার দুপুরে পুরসভায় দলের ১৪ জন কাউন্সিলর উপস্থিত থেকে নীলিমেশবাবুকে সমর্থন জানান। এ দিন বাম ও কংগ্রেস কাউন্সিলররা উপস্থিত ছিলেন না। তবে অপসারিত পুরপ্রধান তৃণমূলের প্রদীপ কুমার সুর হাজির ছিলেন। গত ৩ এপ্রিল কল্যাণী পুরসভার উপ-পুরপ্রধান সুশীল কুমার তালুকদার-সহ দশজন তৃণমূল কাউন্সিলর পুরপ্রধান প্রদীপবাবুর বিরুদ্ধে অনাস্থা আনেন। ২৩ এপ্রিল দলের ১৩ কাউন্সিলর প্রদীপবাবুর অপসারণ চেয়ে ভোট দেন। |