আইপিএল চমক ১৮ বছরের তরুণ
গেইল থেকে স্যামসন, যন্ত্রণা উপহার দিচ্ছেন নাইট-লগ্নিরা
ত দিন ছিলেন ক্রিস গেইল। সোমবার উঠে এল আরও একটা নাম। সঞ্জু স্যামসন।
দু’বছর আগে গেইলকে ছেড়ে দিয়ে আজও হাত কামড়ায় কেকেআর। ক্যারিবিয়ান দৈত্যের সঙ্গে দেখা হলেই প্রতিশোধের আগুনে এখনও পোড়ে। আঠারো বছরের স্যামসন এখনও দুঃস্বপ্ন নন। কিন্তু এ দিন রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে পারফরম্যান্সের পর একটা প্রশ্ন উঠে পড়েছে।
এই দিনটার জন্য আমি তৈরি হচ্ছিলাম।
সঞ্জু স্যামসন (৪১ বলে ৬৩, ৭টা চার, ২টো ছয়)
ইউসুফ পাঠানের চরম অফ ফর্ম। মনোজ-লক্ষ্মীদের চোট। মিডল অর্ডারে স্যামসনের মতো ভারতীয় থাকলে লাভ বই ক্ষতি হত না কেকেআরের। এবং পিছু-পিছু জিজ্ঞাসা স্যামসনকে কেন এ বছর ছেড়ে দেওয়া হল? যেখানে খোদ নাইট ম্যানেজমেন্টেরই মনে হয়েছিল, ছেলেটার মধ্যে বারুদ আছে? গত বছর স্যামসনকে সই করানোর পর কেকেআর সিইও বেঙ্কি মাইসোর বলেছিলেন, “সঞ্জু আমাদের ভবিষ্যতের লগ্নি। টিমের সম্পদ হয়ে ওঠার মতো প্রতিভা ও দায়বদ্ধতা ওর মধ্যে আছে।”
কেকেআর ম্যানেজমেন্টের কাছ থেকে দু’টো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। এক, ম্যানেজমেন্ট এ বার গোড়া থেকেই ঠিক করে যে টিম ছোট করে ফেলা হবে। বাছাই প্লেয়ারদের নিয়েই তৈরি হবে স্কোয়াড। দুই, টিমে চার-চারজন কিপার ছিল। ম্যাকালাম। বিসলা। ব্র্যাড হাডিন। এবং দেবব্রত দাস, যিনি দরকারে কিপ করে দেবেন। তাই পঞ্চম উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে সঞ্জুকে রাখার প্রয়োজন নেই। এক নাইট কর্তা বলছিলেন, “টিমটা হারছে বলে এত কথা হচ্ছে। সঞ্জু ভাল করলে আমাদের ভালই লাগবে। কিন্তু ও থাকলেই আমরা জিততে শুরু করতাম, ভাবার কারণ আছে কি?”

লগ্নি যখন বেহাত
ক্রিস গেইল (আরসিবি)
২০১১-’১৩ :
৩৭ ম্যাচে ১৮২৫ রান,
সর্বোচ্চ ১৭৫*
গড় ৬৭.৫৯
স্ট্রাইক রেট ১৬৯.২৯
মনদীপ সিংহ (কিংস ইলেভেন পঞ্জাব)
২০১১-’১৩ :
৩১ ম্যাচে ৭০৭ রান
সর্বোচ্চ ৭৭*
গড় ২৫.২৫
স্ট্রাইক রেট ১২৪.২৫।
গত বছর আইপিএলের ‘রাইজিং স্টার’।
জয়দেব উনাদকট (আরসিবি)
২০১৩ :
৯ ম্যাচে ৭ উইকেট।
তবে থাকলে যে খুব খারাপ করতেন না, সেটা পেপসি আইপিএলে সঞ্জুর পারফরম্যান্সই বলে দিচ্ছে। পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২৭ ন:আ:, তিনটে ক্যাচ ও একটা স্টাম্পিং। আজ বেঙ্গালুরুর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বিনয় কুমারদের পিটিয়ে ম্যাচের সেরা ৪১ বলে ৬৩। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সুস্মিতা সেনের মতো বলিউডি ব্যক্তিত্বদের তাঁকে ‘কিং স্যামসন’ বলে ডাকাডাকি। কেকেআরের তৎকালীন কোচিং স্টাফ জয়দীপ মুখোপাধ্যায়ের বলে ফেলা, “ওকে কাছ থেকে দেখে মনে হয়েছিল ভয়ডর কাকে বলে জানে না। হাতে বড় শট ছিল। বিদেশি, ভারতীয় কোনও পেসারকে রেয়াত করত না। প্র্যাক্টিস ম্যাচগুলোতে অসম্ভব পেটাত।” সঙ্গে চোরা আফশোসও কি রইল না? টিমের সঙ্গে জড়িত কেউ কেউ আবার বলেও ফেললেন যে, “কেকেআরের ভাগ্যটাই খারাপ। যারাই কেকেআর ছেড়ে বেরিয়ে যায়, তারাই অন্য ফ্র্যাঞ্চাইজিতে ভাল খেলতে শুরু করে।” উদাহরণ, গেইল। উদাহরণ, বর্তমানের আরসিবি পেসার জয়দেব উনাদকট। উদাহরণ, পঞ্জাবের মনদীপ সিংহ। এবং সবশেষে আজকের সঞ্জু স্যামসন। জন্মস্থান ক্যারিবিয়ান দ্বীপুঞ্জ হোক বা কেরল অদ্ভুত ‘ট্রেন্ড’-এর সমর্থন তো সব জায়গা থেকেই আসছে!

কে এই স্যামসন
পুরো নাম: সঞ্জু বিশ্বনাথ স্যামসন

জন্ম: কেরলের পুল্লুভিলায়

বয়স: ১৮ বছর ১৬৯ দিন

ঘরোয়া ক্রিকেটে অভিষেক: ২০১১

প্রথম শ্রেণির ক্রিকেটে: ৭ ম্যাচে দু’টো সেঞ্চুরি সহ ৩৮১ রান।

আইপিএল রেকর্ড: সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে হাফসেঞ্চুরি (আগের রেকর্ড শ্রীবৎস গোস্বামীর, ১৯ বছর ১ দিন)।

২০১৩ আইপিএলে: দু’ম্যাচে ৯০ রান, স্ট্রাইক রেট ১৪০.৬২।

২০১২ আইপিএলে: কলকাতা নাইট রাইডার্সে থাকলেও কোনও ম্যাচে নামার সুযোগ পাননি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.