দু’সপ্তাহের মধ্যে হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ের বিকল্প ৩০ একর জায়গা খুঁজে হাওড়ার জেলাশাসক ও পুর-কমিশনারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পরিবেশকর্মী সুভাষ দত্তের করা একটি মামলার প্রেক্ষিতে ওই ভাগাড়ের বিকল্প ব্যবস্থা কী করা হয়েছে, তা জানতে চেয়ে গত ২ এপ্রিল হাওড়ার জেলাশাসক শান্তনু বসু ও পুর-কমিশনার নীলাঞ্জন চট্টোপাধ্যায়কে হাজির হতে নির্দেশ দিয়েছিল আদালত। সোমবার তাঁরা আদালতে হাজির হন। পুর-কমিশনার আদালতকে জানান, ভাগাড়ের জন্য অন্তত ৩০ একর জায়গা প্রয়োজন। কিন্তু বেলগাছিয়ার কাছে মাত্র ৪.৮৫ একর জায়গা মিলছে। হাইকোর্টের মুখ্য বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ ১৩ মে-র মধ্যে জায়গা চিহ্নিত করে তাঁদের ফের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। কেন এতদিন জায়গা খোঁজা হয়নি, তা-ও জানতে চায় আদালত।
|
চিতাবাঘের হানায় জখম হলেন এক মহিলা চা শ্রমিক। সোমবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চালসা চা বাগানে। জখম শ্রমিকের নাম লায়লা গোয়ালা। বাগানের ১১১ নম্বর পূর্ব সেকশনে পাতা তোলার সময় চিতবাঘটি তাঁকে আক্রমণ করে। তাঁকে মালবাজার হাসপাতালে ভর্তি করা হয়। বাগানে খাঁচা পাততে চলছে বন দফতর।
|
|
এগরায় ট্যারান্টুলা।—নিজস্ব চিত্র।
|
মধুলোভী
|
অস্ট্রিয়ার ভিয়েনায় সোমবার। ছবি: রয়টার্স। |
|