টুকরো খবর |
চিন নিয়ে চাপ মুলায়ম ও তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
চিন নিয়ে মনমোহন সরকারের উপর চাপ ক্রমশ বাড়ছে। গত কালই বিষয়টি নিয়ে সরব হয়েছিল বিজেপি। একই বিষয় নিয়ে আজ লোকসভায় সরব হন সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিংহ যাদব ও তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুলায়মের কথায়, “গত আট বছর ধরে বিষয়টি আমি বারবার তুলছি। বাষট্টির যুদ্ধের পুনরাবৃত্তি হতে পারে এই মর্মে সতর্কও করেছি। এখন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ বেজিং যাচ্ছেন। কেন যাচ্ছেন? ভিক্ষে করতে?” এর পর সুদীপবাবু তাঁকে সমর্থন করে বলেন, “প্রধানমন্ত্রী কেন বিষয়টি এড়িয়ে যাচ্ছেন? তাঁর উচিত চিনের অনুপ্রবেশের বিরুদ্ধে সরকার কী করছে তা ব্যাখ্যা করা।” দু’দেশের মধ্যে সীমান্ত উত্তেজনার মধ্যেই ৯ মে বিদেশমন্ত্রী খুরশিদের চিন যাওয়ার কথা। কিন্তু দু’সপ্তাহ হয়ে গেল লাদাখের দৌলতবেগ সেক্টর থেকে নড়ার নাম করছে না চিনা সেনা। তিনটি ফ্ল্যাগ মিটিং হয়ে গিয়েছে। দিল্লিতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূতকে ডেকে তাঁর সঙ্গে এক দফা আলোচনাও হয়ে গিয়েছে। কিন্তু বরফ গলেনি। সূত্রের খবর, বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রকের পদক্ষেপের সঙ্গে ভিন্নমত পোষণ করছে ভারতীয় সেনাও। সেনার একটা বড় অংশ চায়, চিনকে ‘যোগ্য জবাব’ দেওয়া হোক। কিন্তু বিদেশ মন্ত্রকের বক্তব্য, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে মতপার্থক্য ছিলই। আলোচনার পথেই এ সমস্যার সমাধান করতে হবে। সরকারের এই নরম মনোভাবের প্রবল বিরোধিতা করছেন বিরোধীরা। বিজেপি সভাপতি রাজনাথ সিংহ কাল প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন, চিনা সেনা ভারতীয় ভূখণ্ড থেকে ফিরে না যাওয়া পর্যন্ত যেন বিদেশমন্ত্রী বেজিং সফরে না যান। |
বৌদ্ধ ভিক্ষু খুন
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
পাবর্ত্য ত্রিপুরার এক বৌদ্ধ মন্দিরের পুরোহিত খুন হলেন। ছৈলংটা থানার ‘মনুগাং বিহার’ বৌদ্ধ মন্দিরের পুরোহিত প্রজ্ঞাদীপ্ত ভিক্ষু দুষ্কৃতীর আক্রমণে কাল ভোর রাতে নিহত হন। ত্রিপুরায় চাকমা সম্প্রদায়ের অধিকাংশ মানুষই বৌদ্ধ ধর্মাবলম্বী। মনু অঞ্চলে প্রায় কয়েক হাজার চাকমার বসবাস। লংতরাইভ্যালি পাহাড়ে দু’টি বৌদ্ধ মন্দির রয়েছে, তার মধ্যে এটাতেই বৌদ্ধ ধর্মালম্বীরা বেশি আসেন। ধলাই জেলার এসপি এল কে ডার্লং বলেন, ‘‘কে বা কারা খুন করল এ বিষয়ে হদিস পাওয়া যায়নি। তদন্ত চলছে।’’ |
নারী নিগ্রহ বাড়ছে ত্রিপুরায়, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন, ধর্ষণ বাড়ছে বলে অভিযোগ আনল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সম্প্রতি ঘটে যাওয়া চেলাগাংয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের জের কাটতে না কাটতেই আবার ধর্ষণের ঘটনার অভিযোগ উদয়পুর থেকে কয়েক কিলোমিটার দূরে, গোমতী জেলার দক্ষিণ মুড়াপাড়ায়। সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে এলাকারই এক ব্যক্তি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর অভিযোগ, ধর্ষণকারী এলাকার পঞ্চায়েত সদস্য তথা প্রভাবশালী সিপিএম নেতা রাধানাথ দেবনাথের ছোট ভাই, নেপাল দেবনাথ। এখনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। |
জগন্মোহনের জামিন নয় কেন, প্রশ্ন আদালতের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ওয়াই এস আর কংগ্রেস সভাপতি জগন্মোহন রেড্ডিকে এক বছর ধরে জামিন না দেওয়ার কারণ দর্শানোর জন্য সিবিআইকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার আদালতে জগন্মোহনের আইনজীবী জানান, সম্প্রতি সংবাদপত্রে প্রকাশ, এক কেন্দ্রীয় মন্ত্রী প্রস্তাব দিয়েছেন, জগন্মোহন কংগ্রেসে যোগ দিতে রাজি হলে জেল থেকে ছাড়া পেতে পারেন। এই মন্তব্যের ব্যাখ্যা চেয়ে বিচারপতিরা জানিয়েছেন, সরকার কলকাঠি নাড়ছে বলে সন্দেহ হচ্ছে। |
মদ্যপ স্বামীকে খুন করে আত্মসমর্পণ
সংবাদসংস্থা • মুম্বই |
মদ্যপ স্বামীকে পিটিয়ে খুন করে থানায় এসে ধরা দিলেন স্ত্রী। নন্দকিশোর মদ খেয়ে এসে প্রভাতীকে মারধর করতেন। পুলিশ জানায়, শনিবার রাতে স্বামী-স্ত্রী থানায় আসেন। নন্দকিশোর স্ত্রীর কাছে বারবার ক্ষমা চাওয়ার পর রবিবার সকালে তাঁদের বাড়ি পাঠায় পুলিশ। কিন্তু ফের প্রভাতীকে মারধর করেন নন্দকিশোর। দুপুরে তিনি ঘুমিয়ে পড়লে ভারী পাথর ও হাতুড়ি দিয়ে মেরে তাঁকে খুন করেন প্রভাতী। |
সংঘর্ষে উত্তাল গোয়ালপাড়া
সংবাদসংস্থা • গুয়াহাটি |
দুষ্কৃতীদের হাতে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হল গোয়ালপাড়ার রাক্ষসীনি এলাকা। পুলিশের গুলিতে দুই ব্যক্তির প্রাণ যায়। বাইক-সহ এক ব্যক্তিকে জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা। কার্ফু জারি হয়েছে। |
তেলেঙ্গানা নিয়ে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
পৃথক তেলেঙ্গানার দাবিতে অন্ধ্রের ৫ কংগ্রেস সাংসদ অবস্থান-ধর্না শুরু করেছেন সংসদ ভবনে। সংসদের মূল দরজার সিঁড়িতে কম্বল বিছিয়ে রাত কাটাবেন পোন্নম প্রভাকর, জি বিবেকানন্দরা। ১মে সকাল ১১টা পর্যন্ত চলবে ধর্না। |
হঠাৎ আগুন
সংবাদসংস্থা • বালেশ্বর |
পরীক্ষামূলক ব্যবহারের জন্য জমা করে রাখা বিস্ফোরক পদার্থের বিস্ফোরণের ফলে হঠাৎ আগুন লেগে যায় চাঁদিপুরের ডিআরডিও-র একটি ঘরে। পুলিশ জানিয়েছে, কেউ আহত হননি। |
ইশরাত মামলা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ইশরাত জহান মামলায় গুজরাত সরকার এবং রাজ্য পুলিশ সহযোগিতা করছে না। সোমবার সিবিআই জানায়, প্রাক্তন পুলিশ যুগ্ম কমিশনার পি পি পাণ্ডে এই ষড়যন্ত্রে জড়িত। তদন্ত শুরুর পরই তিনি পলাতক। |
আলোচনা সভা |
|
সংবাদ মাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা বনাম তার দায়িত্ব নিয়ে সম্প্রতি এক আলোচনা সভার আয়োজন করেছিল আইসিসি। তারই মঞ্চে হাজির (বাঁ দিক থেকে) জি এবং এসেল গোষ্ঠীর চেয়ারম্যান সুভাষ চন্দ্র, প্রসারভারতীর সিইও জহর সরকার, বণিকসভাটির প্রেসিডেন্ট রাজীব মুন্দ্রা, বিএজি ফিল্মস অ্যান্ড মিডিয়ার চেয়ারপার্সন অনুরাধা প্রসাদ ও একটি সংবাদপত্রের তরফে অংশুমান তিওয়ারি।
|
ধর্ষিতা শিশুর মৃত্যু |
ভাল চিকিৎসার জন্য নাগপুরের হাসপাতালে উড়িয়ে নিয়ে গিয়েও শেষ রক্ষা হল না। মাথার গুরুতর চোটের জন্য শেষ পর্যন্ত মৃত্যু হল মধ্যপ্রদেশের ঘনশোরে ধর্ষিতা চার বছরের শিশুটির। গত ক’দিন ধরেই শিশুটির অবস্থার অবনতি হচ্ছিল। এই ঘটনায় মহম্মদ ফিরোজকে ইতিমধ্যেই বিহার থেকে গ্রেফতার করা হয়েছে। |
|