|
|
|
|
প্রস্তাব পরীক্ষা পর্ষদে |
যাদবপুরে ক্লাসে পড়ুয়া টানতে নম্বর হাজিরাতেও |
নিজস্ব সংবাদদাতা |
হাজিরায় ফাঁকি দিলে এ বার নম্বরেও ফাঁকে পড়তে হতে পারে। এমনই ব্যবস্থা করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্লাসে নিয়মিত উপস্থিতির জন্য নম্বর মিলবে পরীক্ষায়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পর্ষদের তৈরি করা সাব-কমিটি এই প্রস্তাব দিতে চলেছে পর্ষদের বৈঠকে। কত হাজিরার জন্য কত নম্বর, তা নিয়ে আলোচনা চলছে।
হাজিরা নিশ্চিত করতে নম্বরের ব্যবস্থা কেন? বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, পরীক্ষায় ফেল করা ছাত্রছাত্রীদের খারাপ ফলের কারণ বিশ্লেষণ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, এঁদের অনেকেরই ক্লাসে হাজিরার হার বেশ কম। ছাত্রছাত্রীদের ৭০ শতাংশ হাজিরা বাধ্যতামূলক হলেও অনেক ক্ষেত্রেই যাদবপুরে এই নিয়ম কঠোর ভাবে মানা হয় না। কিন্তু এ বার সেই ধারা বদলে উপস্থিতির হারকে গুরুত্ব দিতে চাইছে যাদবপুর। কমিটির প্রস্তাব, নানা স্তরে অভ্যন্তরীণ মূল্যায়নও হোক সেমেস্টার পরীক্ষার মতো নির্দিষ্ট নিয়ম মেনে।পরীক্ষায় ফেল করা ছাত্রছাত্রীদের জন্য পৃথক সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা তুলে দেওয়ার প্রস্তাবও দিচ্ছে সাব-কমিটি। তারা মনে করছে, এ ভাবে কর্মদিবস বাড়ানো যাবে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সাব-কমিটির প্রস্তাব অনুযায়ী পড়ুয়ারা ফেল করা পত্রের পরীক্ষা দেবেন পরের বার, নিয়মিত পরীক্ষার্থীদের সঙ্গে। যদিও এতে বছর নষ্ট হবে না। এ ছাড়াও পরীক্ষার ফল বেরোনোর পরে পুনর্মূল্যায়নের ব্যবস্থা তুলে দিয়ে ফলপ্রকাশের আগেই খাতা দেখানোর নিয়ম চালু করার প্রস্তাব দিচ্ছে কমিটি। মে মাসে পরীক্ষা পর্ষদের বৈঠকে এই সব খসড়া প্রস্তাব নিয়ে আলোচনার পরে তা যাবে বিশ্ববিদ্যালয়ের এগ্জিকিউটিভ কাউন্সিল বা ইসি-তে।
|
জেলেই মুন্না |
গার্ডেনরিচে পুলিশ খুনে অভিযুক্ত মুন্না দীর্ঘ সময় হেফাজতে থাকায় তাঁর এলাকায় উন্নয়ন থমকে গিয়েছে। সোমবার আলিপুর আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে তা জানালেন তাঁর আইনজীবীরা। মক্কেলের জামিনের আর্জি জানান তাঁরা। বিচারক সুরথেশ্বর মণ্ডল তা খারিজ করে অভিযুক্তকে ১৩ মে পর্যন্ত জেল হেফাজত দেন। সরকারি আইনজীবী শ্যামাদাস গঙ্গোপাধ্যায় বলেন, “জেলা ও দায়রা জজের আদালতে জামিনের আবেদনের শুনানি শেষ হয়নি।” আজ, মঙ্গলবার ফের শুনানি। |
|
|
|
|
|