ফের থমকে পস্কোর জন্য জমি অধিগ্রহণ
সংবাদসংস্থা • পারাদীপ |
প্রকল্প বিরোধী আন্দোলনের জেরে বার বার পস্কোর জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু করেও মাঝপথে থামাতে বাধ্য হচ্ছে ওড়িশা প্রশাসন। সোমবারও এর ব্যতিক্রম হল না।
তিন দিন সাময়িক স্থগিত থাকার পর এ দিন কাজ শুরু হলেও পস্কো বিরোধীদের বিক্ষোভ-প্রতিরোধের কারণে ঢিনকিয়া পঞ্চায়েত এলাকায় মাঝপথেই বন্ধ করতে হয় অধিগ্রহণ। প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর এই পর্বে সবে গত ২২ তারিখই অধিগ্রহণ প্রক্রিয়া ফের শুরু হয় জগৎসিংহপুরে। তবে প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার কর্মসূচি অনুযায়ী কাজ হবে। পারাদীপের অতিরিক্ত জেলাশাসক সুরজিৎ দাসের দাবি, গোবিন্দপুরে এই বিরোধিতা অযৌক্তিক। কারণ সেখানে গ্রামবাসীদের সম্মতিতেই জমি নেওয়া হচ্ছে। |
বিদেশে ব্যবসা বাড়াচ্ছে ইউবিআই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিদেশে ব্যবসা বাড়াবে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ইউবিআই)। আগামী মাসের মধ্যেই ৫টির বেশি দেশে শাখা খুলতে রিজার্ভ ব্যঙ্কের কাছে তাঁরা আবেদন করবেন বলে জানান ব্যাঙ্কের নতুন চেয়ারপার্সন অর্চনা ভার্গব। পাশাপাশি, মোট ব্যবসার পরিমাণ ২ লক্ষ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাও স্থির করেছেন তিনি।দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, ব্রাজিল, রাশিয়া, ইন্দোনেশিয়া, চিন ইত্যাদি দেশে শাখা খুলতে চায় ইউবিআই। মায়ানমারে কলকাতার এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি একটি প্রতিনিধিত্বমূলক দফতর চালুও করে দিয়েছে। খুব শীঘ্রই সেটিকে পুরোদস্তুর শাখায় পরিণত করা হবে।
অন্য দিকে, আধুনিক ব্যাঙ্কগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে সব শাখাকে ঢেলে সাজার পরিকল্পনাও গ্রহণ করেছেন নতুন সিএমডি। চলতি অর্থবর্ষে ২ হাজার অফিসার নিযুক্ত হবেন। ভার্গবের বিশ্বাস, গ্রাহকদের ভাল পরিষেবা দিতে কর্মীদের খুশি রাখা জরুরি। তাই তিনি জানান, কর্মীদের অভিযোগ শোনা ও সমাধানের জন্য ‘সরল সমাধান’ প্রকল্প চালু হয়েছে। ব্যাঙ্কের উন্নতির জন্য গ্রাহকদের পরামর্শ নিতে এসেছে ‘নব নিমার্ণ’ প্রকল্প। আগামী দিনে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উন্নত পরিষেবা দিতে খুলতে চলেছে ‘ই-লাউঞ্জ’ কেন্দ্র। যেখানে গ্রাহক নিজেই কম্পিউটার মারফত একই ছাতার তলায় নানা পরিষেবার সুযোগ নিতে পারবেন। |
সহারা কর্তার দাবি
সংবাদসংস্থা• নয়াদিল্লি |
সহারার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্ট করেনি বলে সোমবার দাবি করলেন সংস্থার কর্ণধার সুব্রত রায়। বিচারপতি কে এস রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত বেঞ্চের সামনে হাজির হয়ে তিনি বলেন, “শীর্ষ আদালতের নির্দেশ মেনে শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবিকে সব তথ্য দেওয়া হয়েছে। লগ্নিকারীদের ২৪ হাজার কোটি টাকা ফেরত দেওয়াও শুরু হয়েছে।” সুব্রতবাবু জানিয়েছেন, আদালত অবমাননা সংক্রান্ত বিজ্ঞপ্তির বিষয়ে তাঁরা ইতিমধ্যেই হলফনামা জমা দিয়েছেন। সুব্রতবাবু-সহ সহারার অভিযুক্ত সংস্থা দু’টির ডিরেক্টরদের গ্রেফতার করতে সেবির আবেদনের পরিপ্রেক্ষিতে জবাব পাঠানোর জন্য কিছু সময়ও চেয়েছেন তিনি। বেঞ্চ জানিয়েছে, ২ মে পরবর্তী শুনানিতে সহারা কর্ণধারের আবেদন খতিয়ে দেখা হবে। |
নতুন শো-রুম
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মাটিগাড়ায় হুন্ডাইয়ের নয়া অনুমোদিত বিক্রয় কেন্দ্র চালু করল কেসনস গ্রুপ। এই শোরুমে হুন্ডাই এর সমস্ত নতুন ও পুরোনো মডেল পাওয়া যাবে। থাকছে সার্ভিস সেন্টারও। এক সঙ্গে ১৪টি গাড়ি সার্ভিসিং করার সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন কেসনস গ্রুপের চেয়ারম্যান কৃষ্ণ কুমার বাপর্য। চেয়ারম্যানের দাবি, এটি উত্তর পূর্ব ভারতের মধ্যে বৃহত্তম। এটি তাদের চতুর্থ উদ্যোগ বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। |
আঁচল খন্না ভারতে সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এস এইচআরএম)-এর সিইও হয়েছেন। |