বেনজির ভুট্টো হত্যার তদন্তে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিককে জেরা করবেন গোয়েন্দারা। ২০০৭ সালের বেনজির-হত্যা মামলায় গত সপ্তাহেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে। মুশারফ গোয়েন্দাদের জানিয়েছেন, যে দিন বেনজির খুন হন, সেই ২৭ ডিসেম্বর তাঁর নিরাপত্তার পুরো দায়িত্বে ছিলেন রেহমান মালিক। তাই প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় যদি কোনও খামতি থেকে থাকে, তার পুরো দায় মালিকেরই নেওয়া উচিত।
|
অল্পের জন্য প্রাণে বাঁচলেন সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েল আল হালকি। সোমবার তাঁর কনভয়ের কাছে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। পার্কিংয়ের জায়গায় একটি গাড়ির নীচে রাখা ছিল বোমা। |