টুকরো খবর
ভুলে ভরা কার্ড, ক্ষোভ
প্রিমিয়ার বায়োমেট্রিক কার্ড বিলিকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠল পাণ্ডবেশ্বরের কেন্দ্রা গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় বাসিন্দা তথা পিসিসি সিপিআই (এমএল) এর আঞ্চলিক সম্পাদক সাধন দাস জানান, ২৫ এপ্রিল থেকে ওই পঞ্চায়েত এলাকায় ১ নম্বর কেলোডোর প্রাথমিক বিদ্যালয়, ৩ নম্বর প্রাথমিক বিদ্যালয় এবং পঞ্চায়েত কার্যালয় থেকে ওই কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু উপভোক্তাদের কার্ড ভুলে ভরা বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেন। পোস্ট অফিস কেন্দ্রা জায়গায় কারও কার্ডে বৈদ্যনাথপুর, কারও কার্ডে পাণ্ডবেশ্বর লেখা। আবার কেন্দ্রা, খোট্টাডিহি মৌজা বাসিন্দাদের কার্ডে কেন্দ, খোট্টামোডি সিটি লেখা রয়েছে। ওই এলাকায় ইলিএলের বিদ্যুৎ সরবরাহ করা হয়। প্রতিদিন বিকেল চারটে থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়। অথচ জেনারেটরের কোনও ব্যবস্থা নেই বলে অভিযোগ করেন উপভোক্তারা। সুতরাং তাঁদের ওই সময় অপেক্ষা করতে হয়। বিডিও’কে বিষয়টি জানানো হলে তিনি জেনারেটর ব্যবস্থা বাধ্যতামূলক বলে দাবি করেন। সাধনবাবু বলেন, “সোমবার বিডিও’র সঙ্গে আলোচনা হয়েছে। সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলন হবে বলে বিডিও’কে জানিয়ে দেওয়া হয়েছে।” বিডিও নিশিকান্ত মুখোপাধ্যায় জানান, কার্ড দেয় বেসরকারি এজেন্সি। কেন জেনারেটর ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা এজেন্সির সঙ্গে আলোচনা হয়েছে। এজেন্সির তরফে ভুল শুধরে নেওয়া হবে বলে তিনি দাবি করেন।

রানিগঞ্জে ছাত্রীকে ‘ধর্ষণ’, পথ অবরোধ
স্কুলছাত্রীর ধর্ষণে অভিযুক্তদের ধরতে গভীর রাত পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুর ২টো নাগাদ রানিগঞ্জের ষষ্ঠীগড়িয়া পার্কের পাশে ঘটনাটি ঘটে। বাসন্তীদেবী বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুল শেষে পূর্ব কলেজপাড়ার হাসপাতালপট্টির বাড়িতে ফেরার সময়ে রজত খান ও কালিয়া শেখ নামে দু’জন কোনও রাসায়নিক দিয়ে তাকে বেহুঁশ করে পাশে একটি ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে এলাকার লোক এবং পুলিশ তাকে উদ্ধার করে বাড়ি ফেরায়। রাত ৮টা নাগাদ মেয়েটির বাবা বাড়ি ফিরে সব শুনে থানায় যান। পুলিশ প্রথমে এফআইআর নিতে চায়নি বলে অভিযোগ। পরে তা নেওয়া হয়। কিন্তু মেয়েটিকে উদ্ধার করার পরেও পুলিশ অভিযোগ পাওয়ার জন্য বসে রইল কেন, অভিযুক্তেরা কেন ধরা পড়ল না, তার কৈফিয়ত চেয়ে রাত সাড়ে ১০টা থেকে রানিগঞ্জের তারবাংলা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। এডিসিপি (সেন্ট্রাল) সুনীল চারিয়া বলেন, “তল্লাশি চলছে। অপরাধীরা ধরা পড়ে যাবে।”

খনির তার চুরি, বন্ধ উৎপাদন
খনি গর্ভ থেকে কেবল কেটে নেওয়ার জন্য উৎপাদন বন্ধ থাকল জামুড়িয়ার নিউ কেন্দা কোলিয়ারির চার নম্বর খনির ২৪ নম্বর ডিপে। খনি গর্ভে ঢুকে তিনশো ফুট কেবল কেটে নিয়েছে দুষ্কৃতীরা। এমন দাবি খনি কর্মীদের। তার জেরে সোমবার সকালে প্রথম পালীর অর্ধেক সময় তাঁরা কাজ করতে পারলেন না। ফলে বন্ধ থাকল উৎপাদন। কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, রবিবার কাজ বন্ধ থাকায় খনি কর্মীরা আসেননি। পাশের খনির সিঁড়ি খাদ দিয়ে দুষ্কৃতীরা নীচে নেমে কেবল কেটে নিয়ে গিয়েছে বলে দাবি করছেন কর্মীরা। জামুড়িয়ার কেন্দা ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও কী ভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে খনি কর্তৃপক্ষ তদন্ত করছেন।

দেওয়াল চাপা পড়ে মৃত শিশু
দেওয়াল চাপা পড়ে মৃত্যু সোমবার জামুড়িয়ার কেন্দা খাপরা ধাওড়া এলাকার ঘটনা।
দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দু’বছরের এক শিশুর। তার মা ও সাত বছরের দিদি জখম হয়ে নার্সিংহোমে ভর্তি রয়েছেন। জামুড়িয়ার কেন্দা খাপরা ধাওড়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজ পাসোয়ান (২)। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গরমের জন্য বাইরে গলির মধ্যে বসিয়াদেবী তাঁর ছেলে এবং মেয়েকে নিয়ে শুয়েছিলেন। হঠাৎ পাঁচিল ভেঙে রাজের গায়ে পড়লে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

জল চেয়ে বিক্ষোভ
নিয়মিত এবং পর্যাপ্ত জলের দাবিতে জামুড়িয়া বাইপাস অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, জনস্বাস্থ্য কারিগরি দফতরের কলে পাঁচ মিনিটের বেশি জল পড়ে না। ট্যাঙ্কারে করে পুরসভার পাঠানো জলও তাঁরা পাচ্ছেন না বলে অভিযোগ করেন। পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, জল সঙ্কট দূর করতেই ট্যাঙ্কারে করে জল পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

জয়ী কল্যাণেশ্বরী
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ক্রিকেট প্রতিযোগিতায় সোমবারের খেলায় বিজয়ী হল কল্যাণেশ্বরী সিসি। আসানসোল স্টেডিয়ামে তারা বার্নপুর স্কুল অফ ক্রিকেটকে ৯ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে বার্নপুর ৯৪ রানে গুটিয়ে যায়। জবাবে ১ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় কল্যাণেশ্বরী।

প্রতিষ্ঠা দিবস
রূপনারায়ণপুরের রূপনগরের কিশোর বাহিনীর ২৮তম প্রতিষ্ঠা দিবস পালিত হল শুক্রবার। বাহিনীর সদস্যেরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন।

কোথায় কী

আসানসোল


সিনিয়র ডিভিশন ক্রিকেট ফাইনাল। আসানসোল স্টেডিয়াম।
সকাল ৮টা। উদ্যোগ: আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.