চলন্ত বাসে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগ, রবিবার সন্ধ্যায় শিলিগুড়ি থেকে কোচবিহার রুটের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাসে এক মহিলা যাত্রীকে তাঁর স্বামীর সামনে শ্লীলতাহানি করে বাসের তিন যাত্রী। সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ। চালক রাস্তায় বাস থামালে দুই অভিযুক্ত পালিয়ে গেলেও এক জনকে ধরে ফেলেন বাকি যাত্রীরা। বাসে আটক ওই অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে ধূপগুড়ি থানায় বাসটি নিয়ে আসেন চালক। পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই ব্যক্তিকে। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “অভিযোগ পেয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, কোচবিহারের বাসিন্দা বিশ্বজিৎ ঘটক নামে ধৃত ব্যক্তি নিজেকে সরকারি বাসের কর্মী বলে পরিচয় দিয়েছে। তার দাবি খতিয়ে দেখা হচ্ছে। এ দিন সন্ধ্যায় শিলিগুড়ি থেকে কোচবিহারগামী ওই বাসে ৩০ জন যাত্রী ছিলেন। ওই যাত্রীদের মধ্যে তিনজন যুবক ছিলেন। বাস চলতে শুরু করলে তারা এক মহিলা যাত্রীর উদ্দেশ্যে নানা কটূক্তি করতে থাকেন বলে অভিযোগ।
ময়নাগুড়ি পার হওয়ার পর আলিপুরদুয়ারের বাসিন্দা এক যুবক প্রতিবাদ করেন। তাঁর সঙ্গে তিন জনের বচসা শুরু হয়। তাঁর পাশে দাঁড়িয়ে ওই যুবকের স্ত্রী প্রতিবাদ করলে তিন জন ওই যুবককে মারধর করার পাশাপাশি স্ত্রীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। সন্ধ্যায় বাসের গোলমাল চলতে থাকায় ধূপগুড়ি থেকে আট কিলোমিটার দূরে জলঢাকা নদীর সেতুর কাছে বাসটি দাঁড় করান চালক। পরিস্থিতি বেগতিক দেখে দু’জন পালিয়ে যায়। |