মেনস কংগ্রেসের শিবিরে ছোট হামলার অভিযোগ ছাড়া একপ্রকার নির্বিঘ্নেই আদ্রায় রেল ইউনিয়নগুলির স্বীকৃতির ভোট মিটল। আদ্রা ডিভিশনে ১২ হাজার ৮৭৭ জন ভোটারের মধ্যে বৃহস্পতিবার থাকে শনিবারের মধ্যে ১২ হাজার জন রেলকর্মী ভোট দিয়েছেন। এর মধ্যে শুক্রবার সকালে আদ্রায় রেল হাসপাতালের কাছে মেনস কংগ্রেসের শিবিরের মধ্যে মোটরবাইক নিয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। মেনস কংগ্রেস নেতা সুব্রত দে’র অভিযোগ, “ওই ব্যক্তি আমাদের শিবিরের একাংশ ভেঙে দেয়। তার কাছে মেনস ইউনিয়নের ব্যাজ, ঝাণ্ডা ছিল। মেনস ইউনিয়নের নেতা গৌতম মুখোপাধ্যায়ের নির্দেশেই হামলা করা হয়।” অভিযোগ পেয়ে পুলিশ ওই যুবককে আটক করে। পরে ব্যক্তিগত বন্ডে তাঁকে ছেড়ে দেওয়া হয়। গৌতম মুখোপাধ্যায়ের দাবি, “ওই যুবক আমাদের অফিসের কেয়ারটেকার। আমাদের শিবিরে যাওয়ার সময় রাস্তার উপরে তৈরি করা কংগ্রেসের শিবিরে তাঁর মোটরবাইক সামান্য ধাক্কা মারে। ওরা মিথ্যা অভিযোগ করছে।”
|
ধাবায় বেআইনি ভাবে মজুত করে রাখা প্রায় ৫০ বোতল মদ হল। শনিবার রাতে বাবুগ্রামের কাছে রঘুনাথপুর-সাঁওতালডিহি রাস্তার ধারের একটি ধাবায় পুলিশ হানা দেয়। ধরা পড়ে এক জন। |