পথ দুর্ঘটনায় মৃত্যু হল মা ও ছেলের। রবিবার বিকেলে পুরুলিয়া মফস্সল থানার শ্মশানকালী এলাকায়, পুরুলিয়া-বাঁকুড়া ৬০ এ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন শকুন্তলা মাহাতো (৩২) ও তাঁর ছেলে বিপ্লব মাহাতো (৫)। পুরুলিয়ার জয়পুর থানার ভেলাইডিহা গ্রামে তাঁদের বাড়ি। এ দিন বিকেলে একটি মোটরবাইকে শকুন্তলা তাঁর জামাইবাবুর সঙ্গে দুই ছেলেকে নিয়ে পলাশকোলা গ্রাম থেকে পুরুলিয়া শহরে বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। ক’দিন আগে পলাশকোলায় তিনি বাপেরবাড়িতে এসেছিলেন। রাস্তায় একটি টেলার তাঁদের মোটরবাইকের পিছনে ধাক্কা মারে। চারজনেই রাস্তার উপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। বাকি তিনজনকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শকুন্তলাদেবীকে মৃত বলে জানান। তাঁর ছেলে বিবেক মাহাতো ও জামাইবাবু মিলম মাহাতোর চোট থাকায় হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় যান নিয়ন্ত্রণের দাবিতে কিছু ক্ষণ পথ অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। অন্য দিকে, রবিবার সকালে রঘুনাথপুর থানার পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে এ দিন দু’টি দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম আনন্দ মণ্ডল (৩৮)। রঘুনাথপুর থানার আগুইবাড়ি গ্রামে তাঁর বাড়ি। এ দিন সকালে মোটরবাইকে রঘুনাথপুর যাওয়ার সময় নতুনডি মোড়ের কাছে একটি ট্রাক আনন্দবাবুকে পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রায় একই সময়ে ঝাড়ুখামার মোড়ের কাছে বাসের ধাক্কায় গুরুতর জখম হন দুই মোটরবাইক সওয়ারি। তাঁদের রঘুনাথপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়েছে। শুক্রবার সন্ধ্যায় মেট্যালসহর স্টেশনের অদূরে মালগাড়ির ধাক্কায় মৃতু্য হয় এক বৃদ্ধার। মৃত তুলসি বাউরির (৬০) বাড়ি কাশীপুর থানার মাঝিডি গ্রামে। |