লরিতে পিষ্ট হয়ে মৃত ২
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সাইকেলে করে কাজে যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার সকালে বসিরহাট কলেজের সামনে টাকি রোডে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত হারু মণ্ডলের (৫০) বাড়ি বসিরহাটেরই মির্জাপুর ঝাউতলায়। দুর্ঘটনার পরে মৃতের ক্ষতিপূরণের দাবি জানান স্থানীয় মানুষ। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
অন্য ঘটনায়, রবিবার সকালে হাবরার প্রতাপনগর এলাকায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। মৃতের নাম কুমারেশ মিত্র (৫৫)। বাড়ি জানাপুল-কানাপুকুর এলাকায়। প্রতিবাদে দু’ঘণ্টা পথ অবরোধ করেন বাসিন্দারা। পুলিশ সূত্রের খবর, সকাল সাতটা নাগাদ কুমারেশবাবু সাইকেলে হাবরার দিকে যাচ্ছিলেন। প্রতাপনগরে পিছন দিক থেকে আসা লরির ধাক্কায় তিনি ছিটকে পড়েন। সামনে আসা একটি লরি তাঁকে পিষে দেয়। |
মৃতদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
একটি আবাসনের এক ফ্ল্যাট থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বারাসত থানা এলাকার প্রসাদপুরে। মৃতার নাম জ্যোৎস্না পাত্র (৩৫)। বাড়ি হাড়োয়ায়। পুলিশ জানিয়েছে, অসিত সানা নামে এক ব্যক্তির ফ্ল্যাটে পরিচারিকার কাজ করতেন জ্যোৎস্নাদেবী। কিছু দিন আগে শুল্ক দফতরের কর্মী অসিতবাবু অফিসের কাজে দিল্লি গিয়েছিলেন। এ দিন ফিরে তিনি দেখেন, ফ্ল্যাটের ভিতর থেকে পচা গন্ধ বেরোচ্ছে। খবর পেয়ে আসে পুলিশ। দরজা ভেঙে ওই পরিচারিকার দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মৃতার শরীরে আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশের অনুমান, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। অসিতবাবুকে গ্রেফতার করেছে পুলিশ। |
কুপিয়ে খুন
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
এক মহিলাকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার কৈজুড়ি গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম স্বপ্না সরকার (৩৫)। স্বপ্না দেবীর পরিবারের দাবি, স্থানীয় এক ব্যক্তি বাংলাদেশি দুষ্কৃতীদের নিয়ে এসে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় স্বপ্নাদেবীকে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। সীমান্তের এই এলাকা দিয়ে দিয়ে নিয়মিত গরু পাচার হয়। পুলিশের ধারণা পাচারকারীদের সাহায্য না করার জন্যই স্বপ্নাদেবীকে খুন করা হয়েছে। বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “খুনের ঘটনায় জড়িত এক দুষ্কৃতীর নাম জানা গিয়েছে। খুনের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।” |
নাবালিকা অপহরণ, গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
এক ছাত্রীকে অপহরণে অভিযোগে দেগঙ্গার বেলেডাঙা গ্রাম থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, কয়েক দিন আগে স্কুলে যাওয়ার সময় নিখোঁজ হয় ওই কিশোরী। তার বাবার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। পুলিশ জানতে পারে ওই কিশোরী পুনেতে আছে। তাকে জয়ন্ত দাস নামে এক যুবক নিয়ে গিয়েছে। কিশোরীকে উদ্ধারে পুলিশ সেখানে যাচ্ছে জেনে জয়ন্ত তাকে নিয়ে কলকাতায় ফেরার সময় শুক্রবার হাওড়া স্টেশন থেকে তাদের ধরা হয়। |
ক্রিকেট খেলা দেখার জন্য হুকিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার ভবানীপুর-২ গ্রাম পঞ্চায়েতের গাবতলা গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম শুকদেব সরকার (১৪)। |