জল থেকে বেরোল ‘ভি’। সেই ‘ভি’ ভূতের ভয়েই ভ্যাবাচ্যাকা ‘ভিআইপি’রা।
‘ভি’ আসলে একটি ভুঁইফোঁড় আর্থিক সংস্থা। এ বার সরকারি কাজে এ রকম একটি সংস্থার স্পনসরের অভিযোগ উঠল। শনিবার বারাসত স্টেডিয়ামে একটি সুইমিং পুল উদ্বোধনের সেই সরকারি অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তৃণমূল সাংসদ কাকলী ঘোষদস্তিদার, উত্তর ২৪ পরগনার জেলাশাসক থেকে শুরু করে আইএফএ কর্তারাও। তাঁদের উপস্থিতিতেই সুইমিং পুল দাপিয়ে উদ্বোধনের পরে জল শান্ত হতেই পুলের প্রাচীরে ফুটে উঠল এক প্রতীক ‘ভি’। যে প্রতীক ‘ভিবজিওর’ নামে একটি সংস্থার লোগো। আর তা দেখেই ভ্যাবাচ্যাকা খেয়ে যান সকলে। তবে রাতেই সেই ‘ভি’ তুলে দেওয়া হয় সুইমিং পুল থেকে। কিন্তু সরকারি সম্পত্তিতে কিংবা সরকারি অনুষ্ঠানে যেখানে বেসরকারি বিজ্ঞাপন রাখার নিয়ম নেই, সেখানে কী ভাবে জল ফুঁড়ে উঠে এল ওই সংস্থার বিজ্ঞাপন? রবিবার তা নিয়ে তদন্তে উঠে এসেছে পুল তৈরির সময়ে বিজ্ঞাপনের জন্য ওই সংস্থা থেকে নেওয়া টাকার খবরও। |
ছেনি-হাতুড়ি দিয়ে তুলে দেওয়া হচ্ছে সেই ‘ভি’ প্রতীক। —নিজস্ব চিত্র |
কী ভাবে ঘটল এ সব?
বারাসত স্পোর্টস কমপ্লেক্সে একটি সুইমিং পুল তৈরির জন্য ‘ইমেজ কনসালট্যান্সি’ নামে একটি সংস্থাকে বরাত দিয়েছিল রাজ্য ফুটবল সংস্থা (আইএফএ)। ভিবজিওর সূত্রে জানা গিয়েছে, সুইমিং পুলে বিজ্ঞাপনের জন্য তারা ‘ইমেজ কনসালট্যান্সিকে’ টাকা দেয়। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ছিল সেই চুক্তি। সেই মতো পুলের পাশে একটি বড় হোর্ডিংয়ে নিজেদের বিজ্ঞাপন লাগায় ভিবজিওর। সুইমিং পুলের দেওয়ালে নিজেদের ‘ভি’ লোগোটি লাগিয়েও দেয়।
বারাসত স্টেডিয়াম কমিটির এক কর্তা বলেন, “বিষয়টি আমরা তখনই জেলা প্রশাসনকে জানিয়েছিলাম।” জেলাশাসক সঞ্জয় বনসল বলেন, “আমরা ওই হোর্ডিং-বিজ্ঞাপন খুলে জানিয়ে দিই, ওখানে এমন বেসরকারি বিজ্ঞাপন রাখা যাবে না।” ইমেজ কনসালট্যান্সির কর্ণধার শ্যামল চৌধুরী বলেন, “মার্চে ওদের সঙ্গে চুক্তি শেষ হয়ে যায়। আমরা সব বিজ্ঞাপনই তুলে দিই। তবে লোগোটি যে হাল্কা ভাবে থেকে গিয়েছে, কেউ তা খেয়াল করেনি। এত সুন্দর কাজের মধ্যে ছোট্ট একটি ঘটনা নিয়ে অযথা বিতর্ক হচ্ছে।”
এই বিতর্কের ব্যাপারে কী বলছে আইএফএ? আইএফএ-র সচিব উপল গঙ্গোপাধ্যায় বলেন, “অন্য কোনও বেসরকারি সংস্থার বিজ্ঞাপন দেওয়া যাবে না, তা ওই সংস্থাকে আগেই জানানো হয়েছিল। ওরাও জানিয়েছিল এমন কোনও বিজ্ঞাপন নেই। উদ্বোধনের দিন এরকম কোনও বিজ্ঞাপন ছিল না। আগে থাকলেও তা তুলে দেওয়া হয়েছিল।”
এ ব্যাপারে কাকলীদেবী বলেন, “সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম। জল থেকে কী জিনিস বেরোচ্ছে, তা জানব কী ভাবে? জ্যোতিপ্রিয়বাবু বলেন, “ওই পুলে একটি প্রতিযোগিতার জন্য কিছু স্টিকার লাগানো হয়েছিল। পরে তুলে দেওয়া হয়। এ নিয়ে বিতর্কের কী আছে? আর ‘ভি’ মানে ভিকট্রিও তো হতে পারে!”
এ ব্যাপারে জেলা সিপিএমের এক নেতা বলেন, “একেই বলে ‘ভি’ এর মধ্যেই ভূত!” |