ভুঁইফোঁড় সংস্থা নিয়ে সতর্কবার্তা তৃণমূলে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সারদা কাণ্ডের পর ভুঁইফোঁড় আর্থিক সংস্থাগুলোকে নিয়ে রাজ্য জুড়ে শোরগোল চলছে। মানুষের সঙ্গে প্রতারণা করেছে, এমন বেশ কিছু সংস্থার নামও উঠে আসছে। সংস্থাগুলোর সঙ্গে আবার তৃণমূল নেতৃত্বের একাংশের ঘনিষ্ঠতা রয়েছে বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে দলের ব্লক সভাপতিদের নিয়ে এক বৈঠক করে দলের অবস্থান স্পষ্ট করল জেলা তৃণমূল।
রবিবার বিকেলে মেদিনীপুরের ফেডারেশন হলে এই বৈঠক হয়। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি দীনেন রায়, জেলা চেয়ারম্যান মৃগেন মাইতি প্রমুখ। |
|
ফেডারেশন হলে তৃণমূলের জেলা নেতৃত্ব বৈঠক। ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
দলের কেউ কী ভুঁইফোঁড় সংস্থার সঙ্গে যুক্ত? জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “আমাদের কাছে সরাসরি এমন কোনও অভিযোগ এসে পৌঁছয়নি।” তাঁর কথায়, “ভুঁইফোঁড় সংস্থাগুলোর জন্য মানুষ সমস্যায় পড়েছেন। আমরা আমানতকারীদের পক্ষে। কোনও স্তরের নেতাই ওই সব সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। থাকলে তাঁর সঙ্গে দলের কোনও সম্পর্ক থাকবে না।” বৈঠকে সিদ্ধান্ত হয়, দলের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, রাজনৈতিক ভাবেই তার জবাব দেওয়া হবে। মানুষের কাছে গিয়ে দলের বক্তব্য জানানো হবে। |
|