নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগের জন্য দল গোছাতে এ বার আসরে নেমে পড়ল মহমেডানও!
রবিবারই বেঙ্গালুরু থেকে ফিরেছে সঞ্জয় সেনের দল। আর আজ সোমবারই ক্লাব তাঁবুতে পরের মরসুমের বাজেট নিয়ে আলোচনাতে বসবেন সাদা-কালো কর্তারা।
ছ’-সাত কোটি টাকার দল গড়ার পরিকল্পনা রয়েছে মহমেডানের। ইতিমধ্যেই কোচ সঞ্জয় সেন ফুটবলারদের তালিকা দিয়েছেন। সেই তালিকাতে এ বারের দলের জয়ন্ত সেন, কিংশুক দেবনাথ, অসীম বিশ্বাস, গোলকিপার সোমনাথ খাঁড়া, অর্ণব দাস শর্মা-সহ ষোলো জনের নাম রয়েছে, আর বিদেশিদের মধ্যে শুধু মাত্র অ্যালফ্রেডকেই রাখবে মহমেডান। এ দিকে জোসিমারের সঙ্গে একপ্রস্ত কথাও হয়েছে কর্তাদের। চার্চিলের হেনরির নামও তালিকায় রয়েছে। স্থানীয় ফুটবলারদের মধ্যে ইসফাক আহমেদ, মেহরাজউদ্দিনদের নাম রয়েছে। মহমেডানের এক কর্তা জানিয়েছেন, রহিম নবি নাকি নিজেই যোগাযোগ করেছিলেন তাঁদের সঙ্গে। তবে টাকা নিয়ে একটা সমস্যা রয়েছে। শিল্টন পাল মোহনবাগানের টাকার প্রস্তাবে খুশি নন। তিনিও তাই মহমেডানের সঙ্গে যোগাযোগ করেছেন।
এ দিকে সোমবারই ক্লাব তাঁবুতে আই লিগের মূল পর্বে ওঠার পুরস্কার দশ লক্ষ টাকা ফুটবলারদের দেবেন মহমেডান কর্তারা।
|