আন্তঃজেলা ক্রিকেটে সেরা হাওড়ার দল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিএবির আন্তঃ জেলা সিনিয়র ক্রিকেটে জয়ী হল হাওড়া। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে অনুষ্ঠিত ফাইনালে হাওড়া পরাস্ত করে মুর্শিদাবাদকে। ফাইনাল খেলা শুরু হতে দেরি হওয়ায় ৪৫ ওভারের বদলে খেলা হয় ৪১ ওভারের। খেলায় প্রথমে ব্যাট করে হাওড়া ৯ উইকেট হারিয়ে ২৩৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মুর্শিদাবাদ ৯ উইকেটে ২০৪ রান তোলে। হাওড়ার দীপক প্রসাদ রাউত ৬০ রান করেন ও বলাই মণ্ডল ২২ রান দিয়ে ৪ উইকেট দখল করেন। হাওড়া জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “গত বছর সিএবির সাব জুনিয়র (অনূর্ধ্ব-১৪) ক্রিকেটে জয়ী হয়েছিল হাওড়া।” তিনি আরও জানান, এ বছর হাওড়া জিতেছে সিনিয়র ক্রিকেট। এ বছরও সাব জুনিয়র বিভাগের ফাইনালে উঠেছে হাওড়া। এই জেলা থেকে অনেক ক্রিকেটার রাজ্য ও জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। ধারাবাহিকতা বজায় থাকায় তাঁরা সকলেই খুবই খুশি।
|
অর্নূধ্ব ১৪ ক্রিকেটে রানার্স বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সিএবি পরিচালিত আন্তঃজেলা অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে হাওড়ার কাছে ৭৩ রানে হেরে প্রতিযোগিতার রানার্স হলো বর্ধমান। কলকাতার ওয়াইএমসি মাঠে প্রথমে ব্যাট করে হাওড়া ৪৫ ওভারে করে ১৮৫-৯ রান। তাদের রুদ্রপ্রতিম নায়েক ৪৭ রান ও সৌরভ পাল ৩৯ রান করেন। বর্ধমানের অভিজিৎ ভকত ৩৭ রানে ৩ উইকেট পেয়েছে। পরে বর্ধমান ৩৬ ওভারে ১১২ রান করে অল্আউট হয়ে যায়। দলের অভিজিৎ ভকতের ২৬ রানই সর্বোচ্চ। হাওড়ার অভয় চৌহ্বান ১৪ রানে ৩ উইকেট নেন। পরে বর্ধমানের কোচ ও টিম ম্যানেজার সিএবির পর্যবেক্ষকের কাছে অভিযোগ করেন, হাওড়া অন্য জেলার ক্রিকেটারকে খেলিয়েছে। আম্পায়ারও হাওড়া জেলার। তাই তাঁরা সুবিচার পাননি।
|
রঞ্জি অধিনায়ক সাসপেন্ড
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
স্থানীয় ক্রিকেট ম্যাচে এক ক্রিকেটারকে মারধর করার অভিযোগে সাসপেন্ড করা হল গোয়ার রঞ্জি অধিনায়ক শগুন কামাতকে। গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের ম্যানেজিং কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। কামাতের সাসপেনশনের মেয়াদ ঠিক করার জন্য একটি তদন্ত কমিটি গড়া হয়েছে।
|
মন্টে কার্লোয় না পারলেও বার্সেলোনায় রাফায়েল নাদালের দাপট অব্যহত। গত ন’বছরে স্প্যানিশ সেনসেশন আট নম্বর বার্সেলোনা ওপেন খেতাব দখল করলেন এ দিন। ফাইনালে রাফা ৬-৪, ৬-৩ হারান সতীর্থ নিকোলাস আলমাগ্রোকে। জার্মানিতে ডবলিউটিএ পোর্শে টেনিস গ্রাঁ প্রি-র ডাবলসের ফাইনালে সানিয়া এবং তাঁর মার্কিন পার্টনার বেথানি মাটেক ৪-৬, ৫-৭ হারেন স্থানীয় জুটি সাবিনা লিসিস্কি-মোনা বার্থেলের কাছে। একই টুর্নামেন্টে সিঙ্গলসে চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। গত বারের চ্যাম্পিয়ন রাশিয়ান তারকা ৬-৪, ৬-৩ উড়িয়ে দেন চিনের লি না-কে। গত বার এই টুর্নামেন্ট জেতার পর ফ্রেঞ্চ ওপেনও জিতেছিলেন ‘মাশা’।
|
তাইল্যান্ডের রতচানক ইন্তানন ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজ ব্যাডমিন্টনের মেয়েদের সিঙ্গলস খেতাব জিতলেন। বিশ্বের ছ’নম্বর তারকা ফাইনালে ২২-২০, ২১-১৪ হারান বিশ্বের চার নম্বর জার্মানির জুলিয়ান শেঙ্ককে। পুরুষদের চ্যাম্পিয়ন বিশ্বের এক নম্বর, মালয়েশিয়ার লি চং ওয়েই। তিনি ২১-১৫, ১৮-২১, ২১-১৭ হারান জাপানের কেনিচি তাগোকে। |