গ্যাংনাম বনাম ভাংনাম |
|
|
চেন্নাইয়ে কালিসকে ফিরিয়ে ব্রাভো। রবিবার। (ডান দিকে)
শনিবার গেইলকে আউট করে হরভজন। মুম্বইয়ে। |
|
গ্যাংনামের পাল্টা ভাংনাম! আইপিএল সিক্সে ছক্কার ঝড় তুলে ক্রিস গেইলের গ্যাংনামই এত দিন আইপিএল সিক্সের বিনোদন বক্স অফিসে এক নম্বরে ছিল। এ বার পাল্টা দিলেন ভাজ্জি। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের অসাধারণ জয় ছাপিয়ে উঠে এসেছে ভাজ্জির এই ভাংনাম। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গেইলকে আউট করার পর হরভজনের মাঠের মধ্যে উত্তাল নাচকেই বলা হচ্ছে ভাংনাম। কিন্তু ভাংনামই কেন? ভাজ্জিই ম্যাচের পর উত্তরটা দিয়েছেন, “ক্রিসকে আটকানো নয়, আউট করাটা লক্ষ্য ছিল। পরিকল্পনাটা কাজে লেগে যাওয়ায় ভাংনাম (ভাংড়া প্লাস গ্যাংনাম) ডান্স বেরিয়ে এল।”
|
আইপিএল সিক্সের পয়েন্ট টেবলের দুই লাস্ট বয়ের লড়াইয়ে হারল পুণে ওয়ারিয়র্স। রবিবার রায়পুরে দিল্লি ডেয়ারডেভিলস ১৫ রানে হারাল পুণেকে। ঘরের মাঠে মহেন্দ্র সিংহ ধেনির চেন্নাই সুপার কিংসকে হারানোর পর থেকে এই নিয়ে টানা তৃতীয় হারের মুখে পড়ল যুবরাজ সিংহরা। পয়েন্ট টেবলেও নেমে গেল শেষে। বীরেন্দ্র সহবাগ (২৬ বলে ২৮), মাহেলা জয়বর্ধনে (১৭ বলে ১২) ব্যর্থ হলেও ডেভিড ওয়ার্নারের মিডল অর্ডারে নেমে ঝোড়ো ২৫ বলে ৫১ রানের সুবাদে ১৬৪ রান তুলেছিল দিল্লি। জবাবে রবিন উত্থাপ্পা (৩৩ বলে ৩৭) আর অধিনায়ক অ্যারন ফিঞ্চের (৩৩ বলে ৩৭) ওপেনিং জুটি ৭৬ তুলে দেয়। যুবরাজও (২৪ বলে ৩১) রান পান। তবু শেষ রক্ষা হয়নি। শেষ তিন ওভারে পুণে ব্যাটসম্যানদের রানের গতি আটকে দিয়েই ম্যাচ বার করে নেয় দিল্লির বোলাররা। ১৪৯-৪ থেমে যায় পুণের ইনিংস।
|