স্বস্তির দিন, সঙ্কটের রাত নাইটদের ভেন্টিলেশন থেকে বের
করার লোক দেখছি না

ডেনে পঞ্জাব ম্যাচের পর মনে হচ্ছিল, আইসিইউ থেকে বোধহয় বেরোতে পারল গৌতম গম্ভীরের কেকেআর। কিন্তু রবিবার চিপকে ওদের খেলা দেখতে দেখতে মনে হল, নাইটরা বোধহয় ধরে নিয়েছে, নক আউটে যাওয়ার দৌড়ে ওরা বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। না হলে হোমওয়ার্ক বলে কিছু থাকবে না কেন?
টস করতে নামার আগে থেকেই ভুল সিদ্ধান্ত নেওয়া শুরু। টস জেতার পরও তার কোনও পরিবর্তন হল না। শুরুতে ভুল টিম বাছাই, ব্যাটিং অর্ডার ঠিক হল না, বোলিং রোটেশনেও সমস্যা। সব মিলিয়ে যা দাঁড়াল ধোনিদের কাছে হেরে কেকেআর আবার চলে গেল ভেন্টিলেশনে। এবং এ বার সেই ভেন্টিলেশন থেকে গম্ভীরদের বের করে আনার লোক দেখছি না।
গম্ভীরের খারাপ দিন। ছবি: পিটিআই
অঙ্কের হিসাব বলছে, বাকি সাতটার মধ্যে অন্তত ছ’টা ম্যাচ জিততেই হবে নাইটদের। এ বার দেখা যাক, কাদের সঙ্গে লড়াই বাকি। মুম্বই, বেঙ্গালুরু, পুণে (দুটো), দিল্লি, সানরাইজার্স, রাজস্থান। আর হোম ম্যাচ বলতে গেলে একটা। ইডেনে রাজস্থান। রাঁচিতে দুটো ম্যাচ খেলতে হবে কেকেআরকে। কাগজে কলমে ‘হোম’ হলেও আসলে নয়। রাঁচির পিচ গম্ভীরদের চাহিদা মতো হবে কি না সন্দেহ। যা শুনছি, পিচ নাকি পাটাই হবে। আর মাঠ ছোট। এ রকম একটা মাঠে গেইলকে আটকানোর মতো রসদ কোথায় গম্ভীরের হাতে?
নাইটদের পক্ষে এখন একটাই ভাল খবর। বিসলা আর মর্গ্যানের দুর্দান্ত ফর্ম। কিন্তু পাঠান এবং কালিস যেখানে ছিল সেখানেই আছে। সুনীল নারিনের আবার ম্যাজিকটা যে হারিয়ে যেতে বসেছে। ঘরের মাঠেই ও সে ভাবে ছাপ ফেলতে পারছে না, তো বাইরে। মুম্বই, বেঙ্গালুরু এমনকী দিল্লিরও যা ব্যাটিং শক্তি তাতে কেকেআরের এই বোলিং দিয়ে ওদের আটকে রাখা কঠিন। ভুল বললাম। খুবই কঠিন।

ব্যর্থ নাইট
ইউসুফ পাঠান জাক কালিস
৯ ম্যাচে ১০৮ রান
গড় ১৮
সর্বোচ্চ ২৭
স্ট্রাইক রেট ১২৫.৫৮
৯ ম্যাচে ১৭৪ রান
গড় ১৯.৩৩
সর্বোচ্চ ৪১
স্ট্রাইক রেট ১০৬.০৯
গম্ভীরের আরও সমস্যা হবে এই টিমকে তাতানো। শুনছি, টিম ম্যানেজমেন্টের মধ্যেও ঝামেলা চলছে। এ দিন টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ বুঝলাম না। কালিস কেন চারে বোধগম্য হল না। এই সব সিদ্ধান্ত কার? চেন্নাইয়ের উইকেটে ব্রেট লি-র পেসটা দরকার ছিল। বাড়তি স্পিনার থাকলেও লাভ হত। এই ভাবনাগুলো দেখলামই না টিমটার মধ্যে।
তা হলে কি বলেই দেওয়া যায়, এ বারের মতো ছুটি হয়ে গেল নাইটদের? আমাকে কেউ জিজ্ঞেস করলে বলব, নাইটরা যদি নক আউটে যেতে পারে, তা হলে এ বারের আইপিএলে সেটাই হবে সেরা অঘটন!

চ্যাম্পিয়নরা সাতেই

ম্যাচ জয় হার রানরেট পয়েন্ট
চেন্নাই সুপার কিংস ০.৬০৯ ১৪
রয়্যাল চ্যালেঞ্জার্স ০.৭৮৪ ১২
রাজস্থান রয়্যালর্স ০.৬৩১ ১০
মুম্বই ইন্ডিয়ান্স ০.২৪৮ ১০
সানরাইজার্স -০.১৯৭ ১০
কিংস ইলেভেন ০.২১৭
-০.০১৬
দিল্লি ডেয়ারডেভিলস -০.৭৬১
পুণে ওয়ারিয়র্স -১.৩৮৬




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.