সুদ কমার বহরই ঠিক করে দেবে সেনসেক্সের গতি
কোম্পানি ফলাফল প্রকাশের এখন ভরা মরসুম। এখনও পর্যন্ত প্রকাশিত অগ্রণী কিছু কোম্পানির ফলাফল দেখে মনেই হবে না, দেশের অর্থনীতিতে কতটা সঙ্কট। এমন কিছু ভাল ফলাফলই প্রকাশিত হয়েছে গত সপ্তাহে। গাড়ি বিক্রি কমেছে, কিন্তু তা সত্ত্বেও বছরের শেষ তিন মাসে মারুতির লাভ বেড়েছে প্রায় ৮০ শতাংশ। ৬৩৮ কোটি টাকা থেকে বেড়ে তা হয়েছে ১,১৪৭ কোটি টাকা। গোটা বছরে ৪২,১২৩ কোটি টাকা বিক্রির উপর কোম্পানির নিট মুনাফা হয়েছে ২,৩০০ কোটি টাকা। শুক্রবার মারুতির শেয়ার ৬ শতাংশ বেড়ে পৌঁছেছে ১,৬৭৩ টাকায়।
ডি সু্ব্বারাও
একের পর এক ভাল ফলাফল আসছে ব্যাঙ্কিং ক্ষেত্র থেকেও। অনাদায়ী ঋণ বা এনপিএ বাড়া সত্ত্বেও ২১ শতাংশ লাভ বাড়ার খবর প্রকাশ করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। শেষ তিন মাসে এই বেসরকারি ব্যাঙ্কের নিট মুনাফা ১,৯০২ কোটি টাকা থেকে বেড়ে পৌঁছেছে ২,৩০৪ কোটি টাকায়। বেসরকারি অ্যাক্সিস ব্যাঙ্কের ত্রৈমাসিক লাভ ১,২৭৭ কোটি টাকা থেকে বেড়ে স্পর্শ করেছে ১,৫৫৫ কোটি টাকা। গোটা বছরে নিট মুনাফা হয়েছে ৫,১৭৯ কোটি টাকা। ব্যাঙ্কের ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও এখন ১৭%, যা বেশ ভাল। নিট এনপিএ ০.৩২%।
অন্যদের মধ্যে আইডিয়া সেলুলার শেষ তিন মাসে ২৯ শতাংশ লাভ বৃদ্ধির খবর প্রকাশ করেছে। বাটা ইন্ডিয়ার নিট মুনাফা বেড়েছে ৭%। ৫৩% লাভ বেড়েছে হিন্দুস্তান জিঙ্ক লিমিটেডের। বিক্রি এবং লাভ কিছুটা কমলেও সবাইকে তাক লাগিয়ে ৩,০০০% ডিভিডেন্ড সুপারিশ করেছে বিশ্বের বৃহত্তম মোটরবাইক কোম্পানি হিরো মোটোকর্প। প্রতি ২ টাকার শেয়ারে কোম্পানি ডিভিডেন্ড দেবে ৬০ টাকা করে।
খারাপ ফলও প্রকাশ করেছে কয়েকটি কোম্পানি। সরকারি মালিকানার আইডিবিআই ব্যাঙ্কের লাভ কমেছে ২৮ শতাংশ। লাভ কমেছে জিন্দল স্টিলেরও। খারাপ ফলের বেশি আশঙ্কা মূল শিল্প যেমন ইস্পাত, সিমেন্ট, মূলধনী পণ্য, পরিকাঠামো ইত্যাদি ক্ষেত্রের কিছু কোম্পানি থেকে। ফলাফল প্রকাশের পালা চলবে ৩০ মে পর্যন্ত।
সকলের নজর এখন শুক্রবার সুব্বারাও কী সিদ্ধান্ত নেন, তার উপর। সুদ যে কমছে, তা বাজার ধরেই নিয়েছে। সূচকের ওঠা-পড়া নির্ভর করবে সুদ কতটা কমে তার উপর। এ ছাড়া বাজার দেখতে চায়, অর্থনীতি সম্পর্কে চিদম্বরম এবং রঙ্গরাজন যে-আশার কথা শুনিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্কের কর্ণধার তার সঙ্গে সহমত কি না। বর্ষার ব্যাপারে ভাল খবর আছে আবহাওয়া দফতর থেকে। মূল্যবৃদ্ধি কমায়, রফতানি বাড়ায় এবং আমদানি হ্রাস পাওয়ায় বিদেশি রেটিং এজেন্সিগুলি ভারতের রেটিং বাড়াবে বলে আশা করছে মূলধনী বাজার। সব মিলিয়ে বাজার এখন আশাবাদী। সঙ্গে আশঙ্কাও আছে সাময়িক এই উন্নতির পরিস্থিতি ধরে রাখা যাবে কি না, তা নিয়ে।
সুদ কমলে শিল্পে গতি আসবে বলে মনে করা হচ্ছে। যে-সব ক্ষেত্র উপকৃত হবে তাদের মধ্যে থাকবে মোটর গাড়ি, মোটরবাইক, গৃহনির্মাণ, পরিকাঠামো, ব্যাঙ্কিং এবং বড় আকারের ঋণের উপর নির্ভরশীল ক্ষেত্রগুলি। ২৫ নয়, ৫০ বেসিস পয়েন্ট সুদ কমলে খুশি হবে শেয়ার বাজার। সুদ কমলে বেড়ে উঠতে পারে বন্ডের দাম। যাঁরা ঋণপত্র-নির্ভর ফান্ডে লগ্নি করার কথা ভাবছেন, তা তাঁরা ৩ তারিখের আগেই করে ফেলার কথা ভাবতে পারেন। বেশ কয়েকটি বড় কোম্পানির ফলাফলও প্রকাশিত হবে চলতি সপ্তাহে। সব মিলিয়ে সপ্তাহটা লগ্নির দৃষ্টিকোণ থেকে বেশ গুরুত্বপূর্ণ। সোনার দাম অল্প সময়ে অনেকটা নামায় সোনা কেনার ধুম পড়ে যায় ছোট-বড় সব শহরে। চাহিদা বৃদ্ধির কারণে হারানো জমি খানিকটা ফিরে পেয়েছে এই মূল্যবান ধাতু। তবে বিশ্ব বাজারে সোনা আরও পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
দুর্ঘটনা না-ঘটলে আমাদের দেশে সারাইয়ের কাজ সহজে শুরু হয় না। সারদা-কে কেন্দ্র করে ক্ষুদ্র সঞ্চয়ের বাজারে যে-দুর্ঘটনা ঘটেছে, তা গোটা সমস্যার একটি কণিকা মাত্র। এত দিন (এত বছর?) পর সবাই এখন সজাগ হয়ে উঠছেন। চলছে তর্ক-বিতর্ক দোষ-চালাচালি এবং আইন প্রণয়ন। এতে ক্ষতিগ্রস্ত গরিব মানুষের কতটা উপকার হবে তা সময়ই বলবে। দীর্ঘ মেয়াদে যা প্রয়োজন, তা হল সাধারণ মানুষের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি। বিভিন্ন ক্ষেত্রে এ কথা বলা হলেও কাজ তেমন এগোয়নি। ইনভেস্টরস এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ডের টাকা খরচ করে যে-সব আলোচনাচক্রের আয়োজন করা হচ্ছে, তার বেশির ভাগই হচ্ছে বড় শহরে যেখানে এর প্রয়োজন অপেক্ষাকৃত কম। কিছু বেসরকারি সংগঠন সারদা কাণ্ডের অনেক আগে থেকেই এই ব্যাপারে উদ্যোগী হলেও, তা প্রয়োজনের তুলনায় যৎসামান্য। সময় এসেছে স্কুল-কলেজের পাঠ্যক্রমে আর্থিক সাক্ষরতার বিষয়টি অন্তর্ভুক্ত করার। এই শিক্ষা প্রসার করা যেতে পারে রেডিও এবং টেলিভিশনে নিয়মিত ক্লাসের মাধ্যমেও। অন্যের মুখে ঝাল খেয়ে নয়, দেখতে হবে অর্থকরী ব্যাপারে মানুষ যেন নিজে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা অর্জন করেন। তা হলেই সারদা-রা প্রশ্নের সম্মুখীন হবে। এত সহজে মানুষকে ভুল বোঝাতে পারবে না। শহরে মানুষের আর্থিক সাক্ষরতা অপেক্ষাকৃত বেশি বলে বড় শহরে সারদা-রা তেমন প্রসার লাভ করেনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.