টুকরো খবর
মাঠ সংস্কারে দুর্নীতির অভিযোগ ময়ূরেশ্বরে
কর্মীদের সঙ্গে যোগসাজোস করে খেলার মাঠ সংস্কারে বরাদ্দ টাকার একটা মোটা অংশ আত্মসাত্‌ করার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। বিজেপি পরিচালিত ময়ূরেশ্বর পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১২-১৩ অর্থবর্ষে একশো দিন কাজের প্রকল্পে ওই পঞ্চায়েত এলাকায় একটি খেলার মাঠ সংস্কারের জন্য প্রায় ৬ লক্ষ ৫২ হাজার টাকা বরাদ্দ হয়। স্থানীয় বাসিন্দা তরুণ রায়, ত্রিদীপ সরকার, তামাল কুণ্ডুদের অভিযোগ, “মাঠ সংস্কার জন্য যে রকম পরিকল্পনা নেওয়া হয়েছিল, কাজ সেই অনুযায়ী হয়নি। এমন কী ৫ লক্ষাধিক টাকা খরচ হয়েছে দেখানো হলেও বাস্তবে অনেক কম টাকার কাজ হয়েছে। প্রশাসনের সকল স্তরে জানিয়েও কোনও লাভ হয়নি। আসলে প্রশাসনের একটি অংশ অভিযোগ ধামাচাপা দিতে চাইছে।” বিজেপির জেলা সভাপতি তথা ওই পঞ্চায়েতের প্রধান দুধকুমার মণ্ডল বলেন, “আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কারণে স্থানীয় বাসিন্দা তথা এলাকার বিধায়ক অশোক রায়ের মদতে সিপিএম কর্মী-সমর্থকেরা ওই অভিযোগ করেছেন।” অশোক রায় অবশ্য বলেন, “মদত দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। স্থানীয় বাসিন্দারাই নিজে থেকেই ওই অভিযোগ করেছেন।” ময়ূরেশ্বর ২ ব্লকের যুগ্ম বিডিও মলয়শঙ্কর চট্টোপাধ্যায়ট বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হবে। দুর্নীতি প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

দুর্ঘটনায় মৃত্যু, পথ অবরোধ
ডাম্পারের ধাক্কায় এক যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল খয়রাশোল থানা এলাকার রূপসপুরে। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ওই গ্রামে ঢোকার প্রধান রাস্তায়। দুর্ঘটনায় মৃত্যু অসিত বাগদি (২২) নামে ওই যুবকের পরিবারকে ক্ষতিপূরণ ও গাড়িটিকে আটক করার দাবিতে ঘণ্টা তিনেক বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্যই এ ভাবে মরতে হল পেশায় দিনমজুর অসিতকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় খয়রাশোলের মূল পাকা রাস্তা থেকে রূপসপুর গ্রাম পর্যন্ত নতুন পাকা রাস্তা তৈরি হচ্ছে। রাস্তা তৈরির কাঁচামাল-সহ ভারী গাড়িগুলি ওই রাস্তায় যাতায়াত করে। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর প্রতিবাদে আগে সংশ্লিষ্ট ঠিকাদারকে সতর্ক করা হয়েছিল। কিন্তু কাজ হয়নি বলে দাবি বাসিন্দাদের।

অস্বাভাবিক মৃত্যু
গুরুতর জখম অবস্থায় শ্বশুরবাড়ির গ্রামে খেলার মাঠে পড়েছিলেন এক যুবক। পরে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম অনন্ত লেট (৩২)। রামপুরহাটের দেখুড়িয়া গ্রামে বাড়ি। শনিবার রামপুরহাটের কামিখ্যা গ্রামে তাঁকে মাখায় ও বুকে গুরুতর চোট পাওয়া অবস্থায় দেখতে পেয়ে শ্বশুরবাড়ির লোকেরা রামপুরহাট হাসপাতালে ভর্তি করেন। ওই দিন সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের দাদা সনত্‌ লেটের অভিযোগ, “ভাই শুক্রবার শ্বশুরবাড়ির উদ্দেশে বেরিয়েছিল। আমাদের সন্দেহ ভাইকে পিটিয়ে খুন করা হয়েছে।” মৃতের স্ত্রী সান্ত্বনা লেট বাপেরবাড়িতে ছিলেন। তাঁর দাবি, “শুক্রবার রাতে স্বামী বাপেরবাড়িতে আসেননি। শনিবার লোকমুখে খবরটা পাই।” এখনো কোনও অভিযোগ হয়নি।

নতুন ভবন
এত দিন দুবরাজপুরে ১৩ নম্বর ওয়ার্ডের শিশু শিক্ষাকেন্দ্রের ক্লাস চলত স্থানীয় একটি ক্লাবে। পড়ুয়া ও সহায়িকাদের সেই সমস্যা ঘুচল। রবিবার শ্যামাপ্রসাদ রায় নামাঙ্কিত ওই শিশু শিক্ষাকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সত্যশিবানন্দ। পুরপ্রধান পীযূষ পাণ্ডে জানান, ৬ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়।

বধূর অপমৃত্যু
কীটনাশক খেয়ে মৃত্যু হল বধূর। কীটনাশক খেয়ে অসুস্থ অবস্থায় বর্ধমান মেডিক্যালে চিকিত্‌সাধীন মৃতার স্বামী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার আবুল হাসান ও রেক্সনা বিবি (২০) নামে মাড়গ্রাম থানার অনন্তপুর গ্রামের ওই দম্পতিকে নলহাটির সরধা ও খিদিরপুর গ্রামের মাঝে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে ভর্তি করেনয় সেখান থেকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় রেক্সনার।

বাজ পড়ে মৃত্যু
বাড়িতে পাঁচিল দেওয়ার কাজ করার সময়ে বাজ পড়ে মৃত্যু হল রাজীব হাঁসদা (২২) নামে এক যুবকের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে ময়ূরেশ্বরের মল্লারপুর বাগানপাড়ায়। সুরেন মুর্মু নামে জখম এক যুবক হাসপাতালে চিকিত্‌সাধীন।

ঝড়ে ক্ষতি
শনিবার বিকেলের ঝড়ে ময়ূরেশ্বরের কুণ্ডলা পঞ্চায়েত এলাকায় বাড়ি ক্ষতি হয়েছে। যুগ্ম বিডিও ময়লশঙ্কর চট্টোপাধ্যায় জানান, প্রাথমিক হিসেব অনুযায়ী ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পঞ্চায়েতের মাধ্যমে ত্রিপল, পোশাক দেওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.