অতীতে অনুষ্ঠানে একটিই বিশেষ কবিতা বা গান বিভিন্ন ভাষায় পরিবেশন করা হত। একঘেয়ে হয়ে পড়ায় অনেকেই তাতে আপত্তি জানাতেন। ঠিক হয়েছে, বিভিন্ন কবিতা বা গান ফরাসি, জার্মানি, ইতালি, তিব্বতি ও সাঁওতালি ভাষায় পাঠ করা হবে। তিনটি রবীন্দ্রসঙ্গীত গাওয়া হবে ফার্সি, চিনা ও সংস্কৃত ভাষায়।
|
রবীন্দ্রনাথের অনুমতিতে ১৯৩৭ সাল থেকে প্রথম পঁচিশে বৈশাখের পরিবর্তে পয়লা বৈশাখের দিন আম্রকুঞ্জে একই সঙ্গে নববর্ষ ও রবীন্দ্র জন্মোত্সব পালন শুরু হয়। মাত্র কয়েক বছর আগেই উপাচার্য সুজিতকুমার বসুর উদ্যোগে ফের পঁচিশে বৈশাখই রবীন্দ্র জন্মোত্সব পালন করা শুরু হয়েছিল। তবে ঠিক পরের উপাচার্য রজতকান্ত রায়ের আমলে তা পাল্টে যায়।
|
খুবই আনন্দের বিষয়। অনুষ্ঠান ফিরছে গুরুদেবের জন্মদিনেই।
সুপ্রিয় ঠাকুর
প্রাক্তন অধ্যক্ষ পাঠভবন |
|