বিপদে আত্মরক্ষা করতে মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া শুরু করল হাওড়া সিটি পুলিশ। শনিবার বেলুড় ক্যারাটে সেন্টার ও হাওড়া সিটি পুলিশ যৌথ ভাবে বেলুড় নেতাজি পার্কে এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ দিচ্ছে ভবানিপুরের ‘সিন কিও কু সিন কাই ইন্ডিয়া’ নামে সর্বভারতীয়একটি সংস্থা। ছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করে বালি-বেলুড় এলাকার ১৫টি মেয়েদের স্কুলের প্রায় ১০০ জন ছাত্রী। ছিলেন হাওড়ার পুলিশ কমিশনার অজেয় রানাডে, কৃষি-বিপণন মন্ত্রী অরূপ রায়-সহ হাওড়া সিটি পুলিশের কর্তারা। |
অজেয় রানাডে বলেন, “হাওড়ার মহিলা স্কুল-কলেজের অধ্যক্ষদের সঙ্গে পুলিশের এক বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল মেয়েদের আত্মরক্ষার উপায়। এর পরেই ‘আত্মরক্ষা’ নামে মেয়েদের জন্য একটি বিশেষ কর্মসূচি নিয়ে ক্যারাটে প্রশিক্ষণ সংস্থাটি যোগাযোগ করলে রাজি হয়ে যাই। গোটা শহরে এই প্রশিক্ষণ দেওয়া হবে।” সংস্থার তরফে শিবাজি গঙ্গোপাধ্যায় জানান, এক দিনে ক্যারাটে শেখানো সম্ভব নয়। ভয় না পেয়ে প্রাথমিক ভাবে কী করে মোকাবিলা করা যায়, সেটাই শেখার। প্রশিক্ষক কাজল ঘোষ জানান, ছাতা, চুরি, পেন ও ক্লিপকেই আত্মরক্ষায় অস্ত্রের মতো ব্যবহার করা যায়। কখনও নিজের হাতের দু’টি আঙুলই যথেষ্ট। এগুলির ব্যবহারই শেখানো হচ্ছে এই কর্মশালায়। |